বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

Bajaj CT 100: মাইলেজের রাজা বাজাজের এই বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

বাজাজের তৈরি যতগুলো মডেলের মোটরসাইকেল আছে তার মধ্যে সবচেয়ে বেশি মাইলেজ দেয় সিটি ১০০ মডেল। এই কম্পিউটার বাইকের রক্ষণাবেক্ষণ খরচও কম। এটি টেকসই মডেল। এর দামও হাতের নাগালে। 

আরও পড়ুন: কেটিএম নতুন ৩ মোটরসাইকেল আনল


বিজ্ঞাপন


নিয়মিত যাদের লম্বা পথ যাতায়াত করতে হয় তাদের জন্য মাইলেজটাই আসল। যে কারণে যে সব বাইক হাই মাইলেজ দেয় সেই বাইকগুলোর চাহিদা বরাবরই বেশি থাকে বাজারে। আর এই দৌড়ে দুরন্ত একটি মডেল বাজাজ সিটি।

bajaj

বাজাজ সিটি : ইঞ্জিন

এই মোটরসাইকেলে রয়েছে ১০২ সিসি ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭.৯ পিএস শক্তি এবং ৮.৩৪ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে ১০.৫ লিটার। বাইকের মাইলেজ ৭৫ কিমি প্রতি লিটার। রাইডিং রেঞ্জ অর্থাৎ ট্যাংক ফুল করলে ৭৮৭ কিলোমিটার। যা এই সেগমেন্টে যে কোনও বাইকের থেকে সবথেকে বেশি।


বিজ্ঞাপন


bajaj_pic

মূলত, এই কারণের বাইকটি লম্বা যাতায়াতের জন্য সবথেকে বেশি প্রাধান্য পায়। বাইকের দামও হাতের নাগালে হওয়ার কারণে এটি কিনতে গিয়েও খুব বেশি সমস্যার মুখে পড়েন না ক্রেতারা।

বাজাজ সিটি 100 ছাড়াও ১১০ সিসি ইঞ্জিনেও বিক্রি হয়। তবে এই সমস্ত বাইকে ড্রাম ব্রেক মিলবে, নেই কোনও অতিরিক্ত সুবিধা বা এবিএস। তবে কেউ যদি বাজেটের মধ্যে এবিএস সুবিধাসহ কিনতে চান তাদের কাছে বিকল্প হতে পারে বাজাজ প্ল্যাটিনা ১১০ এবিএস।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর