অস্ট্রিয়ান মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কেটিএম। যার খ্যাতি জগৎ জুড়ে। এই প্রতিষ্ঠানটি সম্প্রতি তিনটি মডেলের নতুন মোটরসাইকেল বাজারে এনেছে। এগুলো হলো কেটিএম আরসি ৩৯০, আরসি ২০০ এবং আরসি ১২৫। তিনটি মডেলই ভারতে পাওয়া যাচ্ছে।
বাজারে তীব্র প্রতিযোগিতা জমিয়ে তুলতে কেটিএমের নতুন আপডেটেড এডিশন লঞ্চ হলো।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বাজাজ পালসার এনএস২০০ এলো নতুন রূপে
নতুন অবতারে হাজির হল কেটিএম আরসি ৩৯০, আরসি ২০০ এবং আরসি ১২৫। বাইকগুলোর ২০২৪ ভার্সন আপডেট করা হয়েছে। গত বছরই ডিউক সিরিজের বেশ কয়েকটি বাইকের নতুন এডিশন লঞ্চ করেছিল কোম্পানি। অপেক্ষা ছিল আরসি সিরিজের বাইকগুলোর। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বাজারে তিন বাইকের পুনর্জন্ম দিল কেটিএম।
কেটিএমের নতুন তিন বাইকের বিশেষত্ব কী?
বিজ্ঞাপন
খুব বেশি জায়গায় বদল করেনি কোম্পানি, কেটিএম আরসি ৩৯০, আরসি ২০০ এবং আরসি ১২৫ তিন বাইকেই যোগ হয়েছে নতুন পেইন্ট স্কিম। আগের থেকে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে বাইকের ডিজাইন। বাকি যে সমস্ত ফিচার্স ও স্পেসিফিকেশন রয়েছে তা অপরিবর্তিতই রেখেছে কেটিএম।
কেটিএম আরসি ৩৯০ দুইটি রঙে পাওয়া যাবে - অরেঞ্জের সঙ্গে ব্লু এবং অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক। আরসি ২০০ বাইকে আবার সম্পূর্ণ ব্ল্যাক পেইন্ট স্কিম দেওয়া হয়েছে সঙ্গে অরেঞ্জ টাচ। আরও একটি রঙের বিকল্প রয়েছে যেখানে চাকার রঙ অরেঞ্জ বাকি বডিতে ব্ল্যাক এবং ব্লু।
সবশেষে কেটিএম আরসি ১২৫ মডেলে পাবেন দুটি রঙের বিকল্প - অরেঞ্জ ফেয়ারিংয়ের সঙ্গে ব্ল্যাক এবং ব্লু, ব্ল্যাক ও অরেঞ্জ পেইন্ট স্কিমের মিশ্রণ যা বেশ নান্দনিক করে তুলেছে বাইকের চেহারা।
নতুন কেটিএম বাইকের ইঞ্জিন স্পেসিফিকেশন
ইঞ্জিন স্পেকস যা ছিল তাই রয়েছে বাইকে, আরসি ৩৯০ মডেলে পাবেন ৩৭৩ সিসির লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বাধিক ৪৩ হর্সপাওয়ার এবং ৩৭ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে ৬ স্পিড গিয়ার, অ্যাসিস্ট স্লিপার ক্লাচ কুইক শিফটার এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।
এছাড়াও বাইকে পাবেন ট্র্যাকশন কন্ট্রোল, বাই-ডাইরেকশনাল কুইক শিফটার এলইডি লাইটিং, টিএফটি ডিসপ্লে এবং স্মার্টফোন কানেক্টিভিটি। অন্যদিকে আরসি ২০০ ও আরসি ১২৫-এ পাবেন যথাক্রমে ১৯৯ সিসি এবং ১২৫ সিসি ইঞ্জিন। দুই বাইকেই পাবেন ডিস্ক ব্রেক সঙ্গে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ফিচার্সের ক্ষেত্রে দুই মোটরবাইকেই রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, এলইডি লাইটিং।
এজেড