বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

বাজাজ পালসার এনএস২০০ এলো নতুন রূপে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৪, ০৯:০১ এএম

শেয়ার করুন:

loading/img

বাজাজ পালসার এনএস২০০ মডেল এলো নতুন রূপে আপডেট ফিচারে। সম্প্রতি ভারতের বাজারে এসেছে এই মোটরসাইকেল। বাজারে ২০০ সিসির যতগুলো বাইক রয়েছে তার মধ্যে অন্যতম এই পালসার।

কিছুদিন আগেই বাইকের ২০২৪ মডেল লঞ্চ হয়েছে। বেশ কিছু ফিচার্স আপডেট করা হয়েছে বাইকে।


বিজ্ঞাপন


আরও পড়ুন:  হিরো প্যাশন প্রো নাকি এক্সট্রিম ১২৫আর মডেল কিনবেন?

ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং ব্লুটুথ কানেক্টিভিটি ছাড়াও এলইডি হেডল্যাম্পও পাবেন এই বাইকে। এই সমস্ত আপডেটের ফলে বাইকের দামেও পরিবর্তন এসেছে। নতুন বাজাজ পালসার এনএস২০০ মডেলের দাম ভারতে ১.৫৪ লাখ রুপি।

এই মোটরবাইকে পাবেন ১৯৯.৫ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ২৪.১৩ হর্সপাওয়ার এবং ১৮.৭৪ এনএম টর্ক উত্পন্ন করতে পারে সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে ১২ লিটার। মাইলেজ দেয় ৪০ কিমি প্রতি লিটার। সর্বোচ্চ ১২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে দৌড়তে পারে নতুন বাজাজ পালসার এনএস২০০ মডেল।

bike


বিজ্ঞাপন


সাসপেনশন ও হার্ডওয়্যারের ক্ষেত্রে পাবেন দুই চাকাতেই ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ও ১৭ ইঞ্চি হুইল। বাইকের সামনে মিলবে ইউএসডি ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন। বাইকের ওজন ১৫৮ কিলোগ্রাম। অন্যান্য ফিচার্সের ক্ষেত্রে পাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, কল, এসএমএস অ্যালার্ট, নেভিগেশন এবং এলইডি লাইটিং।

ভারতে এই মোটরসাইকেলের প্রতিপক্ষ রয়েছে টিভিএস অ্যাপাচি আরটিআর ২০০ এবং হোন্ডা হর্নেট ২.০। তবে নতুন আপডেট যোগ হওয়ার ফলে প্রতিযোগিতা জমিয়ে তুলতে পারে নতুন পালসার। ক্রেতাদের কাছে সেরা মডেলটি বেছে নেওয়া বেশ শক্ত হতে পারে। কারণ উক্ত তিন বাইকেই রয়েছে সেরা হাই-পারফরম্যান্স ইঞ্জিন এবং ফিচার্স।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর