শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাজাজ নতুন ২ মডেলের পালসার আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

bajaj pulsar

ভারতের খ্যাতনামা অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ নতুন দুই মডেলের পালসার মোটরসাইকেল এনেছে। এগুলো হলো পালসার এনএস১৬০ এবং এনএস২০০। বাইক দুইটি ২০২৪ এডিশনে বাজারে এসেছে। 

আরও পড়ুন: হিরো ১২৫ সিসির এই বাইকের জনপ্রিয়তা তুঙ্গে


বিজ্ঞাপন


কিছুদিন আগেই এই দুই মডেল বাজারে ছাড়ার ইঙ্গিত দিয়েছিল বাজাজ। এবার বাজারে এলো সেই দুই বাইক। ইতিমধ্যে শোরুমে আসতে শুরু করেছে দুই বাইকে নতুন মডেল। কী কী বিশেষ বৈশিষ্ট্য যোগ করা হয়েছে আসুন জেনে নেওয়া যাক।

bike-pic-2

মূলত পালসার এনএস১৬০ এবং এনএস২০০ ২০২৪ এডিশনের বাইক। বলা যায় এই দুই বাইকের নতুন আপডেট সংস্করণ। 
বাইকের ডিজাইন এবং ফিচার্স আপডেট করেছে বাজাজ।

ভারতে ২০২৪ এডিশনের এনএস১৬০ মডেলের দাম ১ লাখ ৪৬ হাজার রুপি। অন্য দিকে ২০২৪ এডিশনের এনএস২০০ মডেলের দাম ১ লাখ ৫৭ হাজার রুপি। 


বিজ্ঞাপন


নতুন এডিশনের বাজাজ পালসার এনএস১৬০ এবং এনএস২০০ বাইকে নতুন এলইডি হেডলাইট যোগ করা হয়েছে। সঙ্গে থাকছে নতুন থান্ডার শেপ এলইডি ডিআরএল। ফিচারের ক্ষেত্রেও নতুন আপডেট এসেছে। বাইকে যোগ হয়েছে ডিজিটাল ডিসপ্লে যেখানে স্পিডোমিটার, রেভ কাউন্টার, ওডোমিটার,ম ফুয়েল লেভেল ইত্যাদি তথ্য দেখা যাবে। সঙ্গে মিলবে স্মার্টফোন কানেক্টিভিটি।

দুই বাইকেই যোগ হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। এবার থেকে কল/এসএমএস নোটিফিকেশন অ্যালার্ট এবং নেভিগেশন সাপোর্ট পাওয়া যাবে বাইকে। ব্রেকিংয়ের ক্ষেত্রে দুই চাকাতেই ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের (এবিএস) সুবিধা পাওয়া যাবে। দুই মোটরসাইকেলের সামনে রয়েছে আপ সাইড ডাউন ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন।

pyla

ইঞ্জিন স্পেসিফিকেশনে কোনও পরিবর্তন হয়নি। এনএস১৬০ মডেলে রয়েছে আগের মতোই ১৬০ সিসিরসিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।  সর্বোচ্চ ১৭.০৩ হর্সপাওয়ার এবং ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে ৫স্পিড গিয়ারবক্স। 

এনএস২০০ মডেলের নতুন এডিশনে রয়েছে একই ১৯৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বাধিক ২৪.১৩ হর্সপাওয়ার এবং ১৮.৭৪ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে ৬ স্পিড গিয়ার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর