বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ঢাকা

Hero Xtreme 125R

হিরো ১২৫ সিসির এই বাইকের জনপ্রিয়তা তুঙ্গে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮ এএম

শেয়ার করুন:

Hero Xtreme 125R

১২৫ সিসি সেগমেন্টের মোটরসাইকেলের বাজারে নতুন এন্ট্রি হিরো এক্সট্রিম ১২৫আর। এই বাইক বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। গ্রাহকরা দেদারসে কিনছেন। 

এবছরের জানুয়ারিতে বাজারে এসেছে হিরো এক্সট্রিম ১২৫আর মডেল। কমিউটার মোটরসাইকেল হলেও লুকে অনেকটা স্পোর্টস বাইকের অনুভূতি দেবে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কাওয়াসাকি হাজার সিসির শক্তিশালী বাইক আনল

হিরো দাবি করছে, এই মডেলে প্রতি লিটার জ্বালানিতে ৬৬ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।

hero2

মূলত টিভিএস রেইডারকে টেক্কা দিতে বাজারে নেমেছে এই বাইক। রেইডারও ১২৫ সিসির বাইক। 


বিজ্ঞাপন


হিরো এক্সট্রিম ১২৫ আর মডেলটি দুইটি ভার্সনে ভারতে বিক্রি হচ্ছে। একটিতে আছে এবিএস। যার দাম ভারতে ৯৯ হাজার ৫০০ রুপি। অন্যটি নন-এবিএস ভার্সন। যার দাম ৯৫ হাজার রুপি। 

লুক-স্টাইল সম্পর্কে অনেক আলোচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে। এবার জানুন স্পেসিফিকেশন। এই বাইকে মিলবে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১১.৪ হর্সপাওয়ার এবং ১০.৫ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ার।

hero1

এই মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৯৫ কিমি প্রতি ঘণ্টা। মিলবে ১০ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি এবং ১.৬ লিটার রিসার্জ ফুয়েল ক্যাপাসিটি রয়েছে বাইকটির। এর কার্ব ওয়েট ১৩৬ কেজি।

বাইকে সাসপেনশন মিলবে সামনে কনভেনশনাল ফর্ক এবং পেছনে হাইড্রলিক শক অ্যাবসর্বার। বাইকের সামনে মিলবে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। সঙ্গে অতিরিক্ত ব্রেকিংয়ের জন্য মিলবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

ফিচার্স হিসাবে পাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার ইন্ডিকেটর নোটিফিকেশন এলার্ট, ইউএসবি চার্জিং এবং এলইডি লাইটিং।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর