শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Steelbird Helmet

স্টিলবার্ড হেলমেট কোন দেশি?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

healmate

মোটরসাইকেল চালক ও আরোহীদের সুরক্ষা দিতে হেলমেট তৈরি করে সুনাম কুড়িয়েছে স্টিলবার্ড। এই কোম্পানির তৈরি হেলমেট বাংলাদেশও বিক্রি হয়। স্টিলবার্ড সম্পর্কে অনেকেরই ধারণা নেই। এটি কোন দেশি কোম্পানি তাও জানা নেই। আসুন স্টিলবার্ড সম্পর্কে জানি। 

আরও পড়ুন: হিরো কারিজমা এক্সএমআর এলো বাংলাদেশে, ভারতের দামের সঙ্গে অনেক ফারাক


বিজ্ঞাপন


স্টিলবার্ডের জন্ম পরিচয় দেওয়ার আগে একটি তথ্য জানাই। এই কোম্পানি বিশ্বের সবচেয়ে বেশি হেলমেট বানায়। ২০২৩ সালে ৭৮ লাখ হেলমেট বিক্রি করেছে। 

halmate

নজরকাড়া ডিজাইন ও সুবিধা থাকায় কোম্পানির হেলমেট দেশজুড়ে জনপ্রিয়। চলুন বিশ্বের বৃহত্তম হেলমেট কোম্পানি সম্পর্কে জেনে নেওয়া যাক।

প্রতিদিন ২১ হাজার ৩৬৯টি হেলমেট বিক্রি করে বিশ্বের বৃহত্তম হেলমেট কোম্পানির খেতাব পেয়েছে স্টিলবার্ড। এই কোম্পানির আসল নাম  স্টিলবার্ড হাই-টেক।


বিজ্ঞাপন


বিশ্বের বৃহত্তম হেলমেট উৎপাদনকারী সংস্থা স্টিলবার্ডের জন্ম হয় ১৯৬৩ সালে। এটি ভারতীয় কোম্পানি। সুভাষ কাপুর ছিলেন এই কোম্পানির প্রতিষ্ঠাতা। আজ ৫০টির বেশি দেশে হেলমেট রফতানি করে স্টিলবার্ড। আইএসআই বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট চিহ্ন যুক্ত মজবুত হেলমেট বানানোর জন্য বিখ্যাত স্টিলবার্ড।

fce

শুধু তাই নয়, তরুণদের চাহিদা অনুযায়ী নানা রকম ডিজাইন ও প্রযুক্তি সম্পন্ন হেলমেট বাজারে এনেছে তারা। বাইক চালকদের অধিকাংশের মাথায় স্টিলবার্ডের হেলমেট দেখতে পাবেন।

১ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে ১ কোটি হেলমেট বিক্রি করার পরিকল্পনা স্টিলবার্ড হাই-টেকের।

কোম্পানির বর্তমান ম্যানেজিং ডিরেক্টরের নাম রাজীব কাপুর। বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। এমতাবস্থায়, টেকসই এবং সুরক্ষিত হেলমেট বানানোর উপর জোর দেওয়ার কথা জানিয়েছে স্টিলবার্ড।

steel

হেলমেট, ইপিএস-সহ একাধিক পণ্য ইন-হাউস উৎপাদন করে স্টিলবার্ড। পাশাপাশি পণ্যের গুণমান ও নিরাপত্তার মান নিশ্চিত করা হয়। যে কারণে ভারত তথা বিশ্বের বৃহত্তম হেলমেট কোম্পানি হয়ে উঠেছে স্টিলবার্ড হাই-টেক।

হেলমেট, প্যানিয়ার বক্স এবং অটো অ্যাক্সেসরিজ উৎপাদনের ক্ষেত্রে ভারতের সবথেকে পুরনো এবং বৃহত্তম কোম্পানি স্টিলবার্ড। টায়ার ২ এবং টায়ার ৩ শহরে বহুল প্রচলিত তাদের হেলমেট ও প্যানিয়ার বক্স।

ঘাম প্রতিরোধী হেলমেট, হেলমেট লকিং ডিভাইস-সহ একাধিক প্রযুক্তি সম্পন্ন পণ্য করে থাকে স্টিলবার্ড। বর্তমানে ইয়ামাহা, হোন্ডা, সুজুকি এবং রয়েল এনফিল্ডের মতো কোম্পানির সঙ্গে যুক্ত স্টিলবার্ড হাই-টেক।

healmate

ভারত ছাড়াও বাংলাদেশ, ব্রাজিল, ইন্দোনেশিয়া, কোরিয়া, তাইওয়ান, কেনিয়া, তানজানিয়া, মিশর, ভিয়েতনাম, বাহরিন, দুবাই, নেপাল, কলম্বিয়া, উরুগুয়ে এবং বিভিন্ন ইউরোপের দেশে বিক্রি হয় কোম্পানির হেলমেট।

হেলমেট, প্যানিয়ার বক্স উৎপাদন ছাড়াও নানা মোটর স্পোর্ট ইভেন্ট আয়োজন করে থাকে স্টিলবার্ড। কোম্পানির দাবি অনুযায়ী, তাদের কারখানায় প্রতিদিন ২২ হাজার হেলমেট এবং ১৬০০ সাইড বক্স বা প্যানিয়ার বক্স উৎপাদন করার ক্ষমতা রয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর