বাংলাদেশের বাজারে এলো হিরোর আলোচিত মোটরসাইকেল এক্সএমআর ২১০। গত বছর ভারতে এই বাইক লঞ্চ করেছে হিরো মটোকর্প। স্পোর্টস বাইকের দুনিয়ায় ঝড় তুলতে হাজির হয়েছে নতুন হিরো ক্যারিশমা। যেখানে একই সঙ্গে উচ্চ সিসির ইঞ্জিন এবং দারুণ সব ফিচার্স দেওয়া হয়েছে। ভারতে ও বাংলাদেশে বাইকটির দামের পার্থক্য কত আসুন জেনে নেওয়া যাক।
বিজ্ঞাপন
হিরো ক্যারিশমা বাইক
হিরো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে এই বাইক তালিকাভূক্ত হয়েছে। প্রি-বুকিংও চালু হয়ে গিয়েছে ক্রেতাদের জন্য। দেওয়া যাচ্ছে টেস্ট ড্রাইভও। প্রথম ২১০ জনের জন্য বিশেষ দাম রেখেছে হিরো।
বাংলাদেশে হিরো ক্যারিশমার দাম কত?
বিজ্ঞাপন
বাংলাদেশে হিরো কারিজমা এক্সএমআর ২১০ মডেলে দাম ৫ লাখ টাকা। তবে প্রথম ২১০ জন যারা এটি বুকিং করবেন তাদের দিতে হবে চার লাখ টাকা। অর্থাৎ ১ লাখ টাকা ডিসকাউন্ট। বাংলাদেশে এবং ভারতে বাইকের দামের মধ্যে বেশ খানিকটা ফারাক রয়েছে।
ভারত ও বাংলাদেশে হিরো ক্যারিশমার দামের তফাৎ
ভারতে হিরো ক্যারিশমা এক্সএমআর ২১০ মডেলের দাম ১ লাখ ৭৯ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২.৩৬ লাখ টাকার সমান। দুই দেশে দামের পার্থক্য সোয়া দুই লাখ টাকা। অন-রোড প্রাইসের ক্ষেত্রে এই তফাৎ আরও বেশি।
এটি ভারতীয় বাজারে একটি আইকনিক মোটরসাইকেল। একটা সময় দারুণ জনপ্রিয় ছিল হিরো ক্যারিশমা। সেই বাইকের নস্টালজিয়ানা ফেরাতে নতুন অবতারে হাজির হয়েছে এক্সএমআর ২১০। গত বছর জমকালো অনুষ্ঠানে বাইকের আনুষ্ঠানিক সূচনা করে হিরো মটোকর্প।
হিরো ক্যারিশমা ইঞ্জিন এবং ফিচার্স
২১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে। সর্বোচ্চ ২৫.১৫ হর্সপাওয়ার এবং ২০.৪ এনএম টর্ক তৈরি করতে পারে এই বাইক। সঙ্গে ৬ স্পিড গিয়ার। বাইকের সর্বোচ্চ গতি ১৩০ কিমি প্রতি ঘণ্টা। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১১ লিটার।
বাইকের দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। হলুদ, লাল এবং কালো রঙে পাওয়া যাবে এই বাইক। ফিচার্স রয়েছে একগুচ্ছ। মিলবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি।
কল, এসএমএস অ্যালার্ট, জিপিএস, নেভিগেশন, এলইডি লাইটিং (হেডলাইট, টেল লাইট ও টার্ন সিগন্যাল ল্যাম্প), গিয়ার ইন্ডিকেটর, ইএসবি চার্জিং পোর্ট-সহ একাধিক ফিচার্স রয়েছে এই স্পোর্টস বাইকে।
গত বছর বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের হাত দিয়ে বাইকটি উদ্বোধন হয় ভারতে। তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরও করে সংস্থা। ভারতের পর এবার বাংলাদেশের বাজার দাপাতে হাজির হল ক্যারিশমা এক্সএমআর।
এজেড