শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

হিরো এক্সট্রিম ১২৫আর: ১২৫ সিসির সেরা মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০ এএম

শেয়ার করুন:

hero

যারা ১২৫ সিসির ভালো মোটরসাইকেল খুঁজছেন তাদের প্রথম পছন্দ হতে পারে হিরো এক্সট্রিম ১২৫আর মডেল। এই মডেলের মাইলেজ বেশ। প্রতি লিটার জ্বালানিতে এই বাইক ৬৬ কিলোমিটার পথ চলতে পারে। 

আরও পড়ুন:  সুজুকি জিক্সারের ইঞ্জিন ত্রুটি, বাজার থেকে ফেরানো হচ্ছে এই বাইক


বিজ্ঞাপন


হিরো এক্সট্রিম ১২৫আর কমিউটার বাইক হলেও দেখতে স্পোর্টস বাইকের মতোই। এর স্টাইলিশ লুক যে কারো নজর কাড়বে। 

bike-pic

হিরো এক্সট্রিম ১২৫আর মডেলের মাইলেজ ও স্পেসিফিকেশন

হিরো মটোকর্পের দাবি অনুযায়ী, এতে ৬৬ কিমি প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে। অর্থাৎ বাইক চালালেও উচ্চ মাইলেজের তেল খরচ বাজেটের মধ্যেই থাকতে পারে। যদিও তা সম্পূর্ণ চালক ও রাস্তার পরিস্থিতির উপর নির্ভর করছে। উপরন্তু, বাইকে মিলবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। যা চট করে খুব একটা এই রেঞ্জের বাইকে দেখা যায় না।


বিজ্ঞাপন


hero-pic

এই বাইকে ১২৪ সিসির ইঞ্জিন রয়েছে। সঙ্গে আছে ৫ স্পিড গিয়ার। ১০ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি দেওয়া হয়েছে। একগুচ্ছ ফিচার্সও থাকছে। যেমন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, কল/এসএমএস অ্যালার্ট, নেভিগেশন, এলইডি লাইটিং ইত্যাদি ফিচার রয়েছে। 

ভারতে এই বাইকের দাম ১ লাখ টাকার মধ্যেই। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর