শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুজুকি জিক্সারের ইঞ্জিন ত্রুটি, বাজার থেকে ফেরানো হচ্ছে এই বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৪ এএম

শেয়ার করুন:

suzuki

সুজুকির তৈরি জনপ্রিয় মোটরসাইকেল জিক্সার। এই সিরিজে একাধিক মডেল রয়েছে। এর মধ্যে তিনটি মডেলের ইঞ্জিনে ত্রুটি থাকায় এগুলো বাজার থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। মোটরবাইকগুলো হলো সুজুকি জিক্সার ২৫০, জিক্সার এসএফ ২৫০ এবং ভি-স্ট্রম এসএক্স ২৫০। 

আরও পড়ুন: রয়েল এনফিল্ডকে টেক্কা দেবে এই মোটরসাইকেল


বিজ্ঞাপন


জাপানি সুজুকি জানিয়েছে, এই তিন মডেলের মোটরসাইকেলের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় এসব বাইক বাজার থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। সুজুকি জিক্সারের বড় বাজার ভারতে। 

কেন জিক্সার বাইক ফিরিয়ে নিচ্ছে সুজুকি?

জানা গিয়েছে, বাইকগুলোর ইঞ্জিন ক্যামশিফটে ত্রুটি রয়েছে। তিন বাইকেই রয়েছে ২৪৯ সিসি ইঞ্জিন। এই ত্রুটির ফলে বাইকের এক্সহস্ট সিস্টেম প্রভাবিত হতে পারে। রাস্তার মাঝে অদ্ভুত আওয়াজ হতে পারে বাইকে বা স্টলিংয়ের সমস্যাও হতে পারে। যে কারণে তড়িঘড়ি তিন মডেল ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুজুকি।

main


বিজ্ঞাপন


তিন মডেলেই রয়েছে একই ২৪৯ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন, যা সর্বোচ্চ ২৬.৫ পিএস শক্তি এবং ২২.২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে আছে ৬ স্পিড গিয়ার। এই তিন বাইকেই একই পার্টস ব্যবহার করেছে সুজুকি। সঙ্গে রয়েছে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

রাইডিংয়ের মাঝে বাইক ভাইব্রেট হতে পারে কিংবা অদ্ভুত শব্দ বেরোতে পারে। ভারতে সুজুকি গিক্সার অনেকেই ব্যবহার করেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে দ্রুত ডিলারশিপের সঙ্গে যোগাযোগ করুন। ইতিমধ্যে দেশজুড়ে ত্রুটিপূর্ণ মোটরসাইকেলগুলো খুঁজে বের করার কাজে শুরু করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

re

নিকটবর্তী সার্ভিস সেন্টারে গিয়ে ত্রুটি সম্পর্কে বিশদে জানতে পারবেন। আরও জানা গিয়েছে, যে ত্রুটি রয়েছে তা বিনামূল্যে সারিয়ে দেবে সুজুকি। কোনও টাকা-পয়সা খরচ করতে হবে না ক্রেতাদের। আপনার বাইকে যদি এমন সমস্যা থাকে তাহলে কোম্পানির সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন।

প্রসঙ্গত, এই প্রথমবার বাইক ফিরিয়ে নিচ্ছে সুজুকি এমনটা কিন্তু নয়। ২০২১ সালেও গিক্সার ২৫০ এবং গিক্সার ২৫০ এসএফ  বাইকের ১৯৯টি ইউনিট ফিরিয়ে নিয়েছিল সংস্থা। সেই সময়ও ইঞ্জিনের সমস্যা দেখা গিয়েছিল। যদিও এবারে ঘাবড়াবার দরকার নেই। কারণ বাইক চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে সুজুকি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর