জনপ্রিয় মোটরসাইকেল রয়েল এনফিল্ডকে টেক্কা দিতে বাজারে এলো ব্রিটিশ সংস্থা ট্রায়াম্ফের নতুন মডেল। এটি একটি ৪০০ সিসির বাইক। বাজাজ অটোর হাত ধরে সম্প্রতি এলো এই বাইক।
আরও পড়ুন: হিরোর নতুন চমক ম্যাভরিক
বিজ্ঞাপন
শক্তিশালী ইঞ্জিন ও ফাটাফাটি লুকের মিশেলে ইতিমধ্যে দারুণ ছাপ ফেলেছে এই বাইক। কিনতে কত টাকা খরচ করতে হবে জেনে নিন।
ট্রায়াম্ফ স্পিড ৪০০
এই বাইকে রয়েছে ৩৯৮/১৫ সিসির ইঞ্জিন। যা সর্বোচ্চ ৩৯.৫ হর্সপাওয়ার এবং ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। মাইলেজ দেয় ২৯.৮ কিমি প্রতি লিটার। যদিও এটি পরিস্থিতি অনুযায়ী কমবেশি হতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ার। বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৩ লিটার।
বিজ্ঞাপন
এই বাইকের সর্বোচ্চ গতি ১৭০ কিমি প্রতি ঘণ্টা, এই বাইকে লিকুইড কুল্ড ইঞ্জিনের সঙ্গে মিলবে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। দুই চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। চাকার আয়তন ১৭ ইঞ্চি। ফিচার্সের ক্ষেত্রে বেশিকিছু আশা করলে হতাশ হবেন। কারণ এই ধরনের বাইকে পারফরম্যান্সের ক্ষেত্রে বেশি মনোযোগ দিয়ে থাকে সংস্থাগুলি।
এতে মিলবে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, ট্র্যাকশন কন্ট্রোল, হ্যাজার্ড ইন্ডিকেটর, ইউএসবি চার্জিং পোর্ট এবং এলইডি হেডলাইট, টেল লাইট ও টার্ন সিগন্যাল ল্যাম্প।
ভারতে এই বাইকের দাম সোয়া দুই লাখ রুপি।
এজেড