এই প্রথম কনভার্টিবল ইলেকট্রিক বাহন আনল হিরো। একে অনেকেই ম্যাজিক বাহন বলছেন। কেননা, এটি তিন চাকার হলেও সামনের অংশ আলাদা করে স্কুটার হিসেবে ব্যবহার করা যাবে।
বিজ্ঞাপন
বৈদ্যুতিক এই বাহনের নাম হিরো সার্জ এস৩২। তিন চাকা এবং দু চাকা হিসাবে চালানো যাবে এই গাড়ি। কী এমন বিশেষত্ব রয়েছে আসুন জেনে নেওয়া যাক।

এই স্কুটারের বিশেষত্ব কী?
হিরো তৈরি এই বাহন এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে চালক চাইলে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন আবার বাণিজ্যিক কাজেও ব্যবহার করা যাবে। তিন চাকা হিসাবে ব্যবহার করার জন্য চালককে একটি ইলেক্ট্রনিক কানেক্টরের সঙ্গে যোগ করতে হবে। তবেই হ্যান্ডেলবারের মাধ্যমে থ্রি হুইলার ব্যবহার করা যাবে।
বিজ্ঞাপন

দুই চাকা এবং তিন চাকা দুই ক্ষেত্রেই আলাদা মোটর এবং ব্যাটারি প্যাক পাওয়া যাবে। কিন্তু দুই পার্টস একটি কন্ট্রোলার দিয়েই কন্ট্রোল করতে হবে। তবে আপাতত এটি কনসেপ্ট হিসাবে প্রকাশ করেছে সংস্থা। অর্থাৎ এতে এখনও কাজ বাকি আছে বলে জানিয়েছে হিরো মটোকর্প।
বাজারে এমন গাড়ি সচরাচর দেখা যায় না। তাই এটি যদি সফল ভাবে লঞ্চ হয় তাহলে বেশ চমক ফেলবে ক্রেতাদের মাঝে।
হিরো সার্জ এস৩২ স্কুটারের এখনও দাম ঘোষণা করা হয়নি। দাম সম্পর্কিত কোনও ইঙ্গিতও এখন দেয়নি হিরো মটোকর্প। তবে আশা করা যাচ্ছে, খুব শিগগিরই কনভার্টিবেল স্কুটার সংক্রান্ত ঘোষণা করতে পারে সংস্থা। তবে এটুকু বলা যায়, ব্যাপক স্তরে পৌঁছে দিতে স্কুটারের দামে চমক রাখতে পারে হিরো।
এজেড

