রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফুল চার্জে ১১০ কিলোমিটার চলবে এই ই-স্কুটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

e bike

কিনেটিক লুনা ইলেকট্রিক অবশেষে বাজারে এলো। এই ইলেকট্রিক স্কুটার নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। নস্টালজিয়া উস্কে ব্যাটারি চালিত মোপেড লঞ্চ করল কিনেটিক গ্রিন। এক চার্জেই পাবেন ১০০ কিলোমিটার রেঞ্জ। নিত্য যাত্রীদের সঙ্গী করে তুলতে গুচ্ছের চমক নিয়ে লঞ্চ হয়েছে এই টু হুইলার। স্মার্ট ফিচারের সঙ্গে থাকছে চোখ ধাঁধানো ডিজাইন। এই স্কুটার বা মোপেড কিনতে খরচ হবে ভারতে ৭০ হাজার রুপি।

ভারতে একটা সময় দারুণ জনপ্রিয় ছিল এই দু চাকা। যদিও সময়ের অন্তরালে তা কিছুটা ফিকে হয়ে যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাজাজ নতুন ২ পালসার আনল

ফের নতুন রুপে বাজারে হাজির হলো কিনেটিক লুনা। এবার এতে রয়েছে ব্যাটারি এবং বৈদ্যুতিক মোটর। নেই কোনও ইঞ্জিন। আজকালকার সময়ে যেমন স্টাইলিশ স্কুটার দেখা যায় কিছুটা তেমনই চেহারা রাখার চেষ্টা করেছে সংস্থা। তবে ওজন যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করেছে কিনেটিক গ্রিন।

হালকা ওজনের সঙ্গে এতে রয়েছে লং রেঞ্জ বৈশিষ্ট্য। ইতিমধ্যে স্কুটারের বুকিং শুরু করে দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

electric


বিজ্ঞাপন


কিনেটিক লুনা ইলেকট্রিক স্কুটার: রেঞ্জ ও ব্যাটারি

এই স্কুটারে রয়েছে ২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক এবং ১.২ কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন মোটর যা ফুল চার্জে রেঞ্জ দাবি করে ১০০ কিলোমিটার। 

এই স্কুটার নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এটি সর্বোচ্চ ৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে। আর ফুল চার্জ হতে সময় নেয় ৪ ঘণ্টা। স্কুটারের পেলোড ক্যাপাসিটি রয়েছে ১৫০ কেজি।

রেঞ্জের পাশাপাশি রয়েছে একাধিক ফিচার্স। যেমন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, লিভার লক, ডিট্যাচেবেল রিয়ার সিট, ১৬ ইঞ্চি স্পোক হুইল এবং ইউএসবি চার্জিং পয়েন্ট। দাম বাজেটের মধ্যে রাখার জন্য হাই-ফাই বৈশিষ্ট্য দেওয়া হয়নি স্কুটারে।

স্কুটারটির ওজন ৯৬ কেজি। ভারতে বিক্রি হওয়া সবচেয়ে হালকা ইলেকট্রিক স্কুটার কিনেটিক লুনা। সর্বোচ্চ ২২ এনএম টর্ক শক্তি উত্পন্ন করতে পারে। নিত্য যাতায়াতের পাশাপাশি বাণিজ্যিক কাজেও এই স্কুটার পারদর্শী বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানের।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর