রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ইয়ামাহা এফজেড-এক্স হলো নতুন এডিশনে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১২ পিএম

শেয়ার করুন:

yamaha

নতুন এডিশনে বাজারে এলো ইয়ামাহা এফজেড-এক্স মডেলের মোটরসাইকেল। বাইকটি ক্রোম এডিশনে বুধবার ভারতের বাজারে এসেছে। 

যা কিছুদিন আগে ভারত মোবিলিটি এক্সপো-তে সামনে এনেছিল কোম্পানি। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রি-বুকিংও।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাজাজ নতুন ২ পালসার আনল

ইয়ামাহার এই বাইকে মূলত ক্রোম কালার যোগ করা হয়েছে। যা সামগ্রিক দিক থেকে বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পাশাপাশি একটি নতুন কালারও যোগ হল বিকল্পে। তবে এগুলি বাদে আরও কোনও পরিবর্তন করা হয়নি।

yamaha

এই রোডস্টার বাইকের নতুন এডিশনের দাম রাখা হয়েছে ভারতে ১.৩৯ লাখ রুপি।


বিজ্ঞাপন


এই বাইকে পাবেন ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১২.২ হর্সপাওয়ার এবং ১৩.২ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইক মাইলেজ দেয় ৪৮ কিমি প্রতি লিটার। যদিও বাইক চালক, বাইকের অবস্থা ও রাস্তার পরিস্থিতির উপর নির্ভর করে কমবেশি হতে পারে মাইলেজ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর