রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বাজাজ নতুন ২ পালসার আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৩ এএম

শেয়ার করুন:

bajaj

ভারতের বাজাজ অটো নতুন দুই মডেলের পালসার বাজারে আনল। এগুলো হলো পালসার এন১৬০ ২০২৪ এডিশন এবং পালসার এন১৫০ ২০২৪ এডিশন। 

২০২৪ এডিশনে বেশ কিছু নতুন ফিচার যোগ হযেছে। পাশাপাশি এন১৬০ মডেলের সিঙ্গেল চ্যানেল এবিএস ভ্যারিয়েন্টও বন্ধ করেছে বাজাজ।


বিজ্ঞাপন


নতুন দুই পালসারের দুইটি করে ভ্যারিয়েন্ট  পাওয়া যাবে। থাকছে বেশ কিছু নতুন ফিচার্স। তবে ইঞ্জিন আগের মতোই রয়েছে।

নতুন বাইক লঞ্চ হওয়ার ফলে পালসার এন১৬০ সিঙ্গেল চ্যানেল এবিএস বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এন১৫০ বাইকের টপ মডেলের পেছনের চাকায় পাবেন ডিস্ক ব্রেক। গ্রাফিক্স বা ডিজাইনেও বদল এসেছে। 

bajaj2

বাজাজ পালসার এন১৫০ এর ভারতীয় দাম ১.১৮ লাখ থেকে ১.২৪ লাখ রুপি (এক্স শোরুম)। আর বাজাজ পালসার এন১৬০ এর দাম রাখা হয়েছে ১.৩১ লাখ থেকে ১.৩৩ লাখ রুপি (এক্স শোরুম)। ইতিমধ্যে শোরুমে আসতে শুরু করেছে দুই বাইকের নতুন মডেল।


বিজ্ঞাপন


কী কী ফিচার যোগ হল?

বাইকের যে বেস ভ্যারিয়েন্টে রয়েছে সেখানে একই অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। তবে দুই বাইকের টপ ভ্যারিয়েন্টেই পাবেন নতুন সম্পূর্ণ ডিজিটাল এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ব্লুটুথ কানেক্টিভিটি। আর এন১৬০ বাইকের সিঙ্গেল চ্যানেল এবিএস যেহেতু বন্ধ হয়ে গিয়েছে তাই এই বাইক এখন ডুয়াল চ্যানেল এবিএস-এর সঙ্গেই পাওয়া যাবে।

যে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে তা ব্যবহার করার জন্য আলাদা অ্যাপ এনেছে সংস্থা। যা ডাউনলোড করে ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কানেক্ট করতে হবে। তারপর নেভিগেশন, নোটিফিকেশন অ্যালার্ট, কল/এসএমএস অ্যালার্ট সব পাওয়া যাবে।

bajaj

এক্ষেত্রে জানিয়ে রাখি, দুই বাইকের মেকানিক্যাল স্পেসিফিকেশনে কোনও পরিবর্তন হয়নি। ইঞ্জিন ক্যাপাসিটি, ফুয়েল ট্যাংক এবং ইঞ্জিন আউটপুট যা ছিল তাই রাখা হয়েছে। শুধু ব্রেকিংয়ে বদল হয়েছে।

নতুন বাজাজ পালসার এন১৫০ এবং এন১৬০ মডেলের বুকিং ইতিমধ্যে শুরু হয়েছে। খুব শিগগিরই বাইকের ডেলিভারি শুরু করবে বাজাজ। 

যারা একদম নতুন লঞ্চ হওয়া বাইক কেনার পরিকল্পনা করছেন তারা এই সমস্ত মোটরসাইকেলগুলো বিবেচনা করতে পারেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর