শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

KTM Duke 125

১২৫ সিসির এই বাইকের ফিচার সুপারবাইকেও হার মানায়

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

১২৫ সিসির এই বাইকের ফিচার সুপারবাইকেও হার মানায়

অস্ট্রিয়ান মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কেটিএম। প্রতিষ্ঠানটির ডিউক সিরিজ বেশ জনপ্রিয়। বাংলাদেশেও এই বাইক পাওয়া যায়। যা সংযোজন ও বাজারজাত করে রানার অটোমোবাইলস। এই কোম্পানির নতুন বাইক ডুউক ১২৫। যা রীতিমতো সাড়া ফেলেছে। 

আরও পড়ুন: হিরোর এই স্কুটার সড়ক কাঁপাবে


বিজ্ঞাপন


২০২৪ এডিশনের কেটিএম ডিউক ১২৫ মডেল ইতিমধ্যেই উন্মোচন করে ফেলেছে সংস্থা। বিশ্ব বাজারে গত বছর উন্মোচন হয়েছে কেটিএম ডিউক ১২৫। বাইক-প্রেমীদের মনে ঝড় তুলতে সেরা লুক ও ফিচার্স নিয়ে বাজারে আসছে এই বাইক। কত দাম থাকতে পারে এবং কী কী স্পেসিফিকেশন থাকবে সব তথ্য জেনে নিন।

ktm-bike

নতুন কেটিএম ডিউক ১২৫

নতুন কেটিএম ডিউক আগের চেয়েও শক্তিশালী এবং দামে সস্তা। এতে যোগ হয়েছে বেশ কিছু নতুন ফিচার। ভারতে এই বাইকের দাম ১ লাখ ৭৫ হাজার রুপি থেকে ১.৮০ লাখ রুপির মধ্যে। 


বিজ্ঞাপন


কেটিএম ডিউক ১২৫ বাইকের ফিচার

২০২৪ এডিশনের কেটিএম ডিউক ১২৫ মডেলে রয়েছে সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সঙ্গে পাওয়া যাবে ৬ স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিন সর্বোচ্চ ১৪.৭ হর্সপাওয়ার এবং ১১.৫ এনএম শক্তি উৎপন্ন করতে পারবে। এই সেগমেন্টে সবথেকে শক্তিশালী বাইক হতে চলেছে। গতি, হর্সপাওয়ার সবেতেই প্রতিপক্ষকে পরাস্ত করতে পারে কেটিএম ডিউক ১২৫।

super-bke

এই বাইকে অনেকগুলো ফিচার্স আপডেট করতে চলেছে কেটিএম। থাকবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ফুয়েল গজ, ডিজিটাল টেকোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, ব্লুটুথ কানেক্টিভিটি, এলইডি হেডলাইট, টেল লাইট, জিপিএস, নেভিগেশন ইত্যাদি

ডিজাইনের ক্ষেত্রেও দারুণ আপডেট থাকবে বলে শোনা যাচ্ছে। আগের মডেলের থেকে আকর্ষণীয় স্টাইলিং আপডেট দেখা যাবে। মিলবে ডিউক ৩৯০ মডেলের মতো স্প্লিট স্টাইল হেডল্যাম্প, মাসকুলার ফুয়েল ট্যাংক, নতুন গ্রাফিক্স এবং পেইন্ট স্কিম।

duke3t

এই মোটরসাইকেলে পাবেন নতুন ৫ ইঞ্চি ডিসপ্লে। যা এলসিডি ডিসপ্লেকে প্রতিস্থাপন করবে। স্মার্টফোন কানেক্টিভিটি থাকায় একাধিক তথ্য দেখা যাবে বাইকে। বাইকে মিউজিক চালানো যাবে, কল/এসএমএস অ্যালার্ট পাওয়া যাবে।

নতুন কেটিএম ডিউক ১২৫ বাইকে মিলবে ১৭ ইঞ্চি হুইল এবং মিচেলিয়ান রোড ৫ টায়ার। ব্রেক আগের থেকে বড় এবং হালকা হবে। সামনে মিলবে ৩২০ মিলিমিটার ডিস্ক এবং পেছনে ২৪০ মিলিমিটার ডিস্ক ব্রেক। সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

duke

এছাড়াও থাকছে সুপারমটো এবিএস বা বলতে পারেন সুইচেবেল এবিএস এবং কর্নারিং এবিএস। রাইডারের সুরক্ষার ক্ষেত্রে যা একটি বড় সুবিধা। কেটিএম ডিউক ১২৫ এর এই সুবিধা ১২৫ সিসি বাইকের সেগমেন্টে আর কোনও মডেলে নেই।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর