নতুন স্কুটার আনছে হিরো মটো কর্প। আর পাঁচটা সাধারণ স্কুটির থেকে আলাদা এটি। ম্যাক্সি ডিজাইনের স্কুটার। আবার বাইকের মতো শক্তিশালী ইঞ্জিন। পরবর্তী ট্রিপ জমে যাবে। ভারতীয় কোনও কোম্পানির পক্ষ থেকে এমন স্কুটার আগে দেখা যায়নি। তাই স্বাভাবিক ভাবেই হিরো জুম ১৬০ মডেলের স্কুটার নিয়ে উত্তেজনা বাড়ছে। এই স্কুটারে কী কী ফিচার পাবেন জেনে যান।
আরও পড়ুন: স্কুটার চুরি ঠেকাতে লাগান এই যন্ত্র
বিজ্ঞাপন
বহু প্রতীক্ষিত হিরো জুম ১৬০ স্কুটার উন্মোচন করল হিরো মটোকর্প। হিরো ওয়ার্ল্ড ২০২৪ ইভেন্টে এই স্কুটার সামনে এনেছে সংস্থা। বড় স্কুটারের বাজারে এটি সংস্থার প্রথম প্রোডাক্ট। যেখানে বাইকের সমান শক্তিশালী ইঞ্জিন পাওয়া যাবে। বিশ্ব বাজারে খুব সংস্থাই এমন স্কুটার লঞ্চ করেছে।
ইউরোপ ও আমেরিকার খুব কম দেশেই বিক্রি হয় ম্যাক্সি স্কুটার। ভারতেও বিক্রি হয়, তবে তা জাপানি সংস্থা ইয়ামাহা বিক্রি করে। প্রথম ভারতীয় টু হুইলার সংস্থা হিসাবে এই স্কুটার আনতে চলেছে হিরো। রূপে-গুণে যে এটি পাওয়াহাউস হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

স্কুটির সামনে রয়েছে বড় উইন্ডস্ক্রিন, ভি শেপ হেডলাইট যা সাধারণত অ্যাডভেঞ্চার মোটরসাইকেলে পাওয়া যায়। রয়েছে সিঙ্গেল পিস সিট এবং বড় ফ্লোরবোর্ড। পা রাখার জন্য অনেকটা লেগ স্পেস রয়েছে। স্কুটির পিছনে একটি বক্সও রাখতে পারবেন। যেখানে ফাস্ট এইড বক্স রাখতে পারেন রাইডার।
বিজ্ঞাপন
এই স্কুটারে থাকছে ১৫৬ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। টেলিস্কপিক ফর্ক সাসপেনশন থাকবে ভারসাম্যর জন্য। সেরা ব্রেকিংয়ের জন্য দুই চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক। থাকতে পারে অ্যান্টি লক ব্রেকিং বা এবিএস ও ১৪ ইঞ্চি টায়ার মিলবে স্কুটারে।

ফিচার্স থাকবে এলইডি লাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং, স্মার্ট কি ইত্যাদি। জানা গিয়েছে, আগামী ৬ মাসের মধ্যে লঞ্চ হতে পারে এই স্কুটার।
কত দাম হতে পারে?
ভারতে এই স্কুটার বাজারে আসলে এর দাম হবে ১ লাখ ৩০ হাজার রুপি। বাংলাদেশের বাজারেও স্কুটারটি আসব কি না তা এখনো নিশ্চিত হয় যায়নি।
এজেড

