এমজি কমেট। সবচেয়ে ছোট আকারের ইলেকট্রিক গাড়ি তৈরি করে সুনাম কুড়িয়েছে। মরিস গ্যারেজ নামের এই ব্রিটিশ কোম্পানির তৈরি হালকা-পাতলা এই বৈদ্যুতিক গাড়ির কদর বিশ্বজুড়ে। এই গাড়ির দাম যেমন কম, তেমনি রক্ষণাবেক্ষণ খরচও হাতের নাগালে। ফলে যারা মোটরসাইকেল, স্কুটার চালাত তারাও সাহস করছেন এমজির এই ইলেকট্রিক গাড়ি কেনার।

বিজ্ঞাপন
এমজি কমেট আকারে ছোট হওয়ায় শহরের অলি-গলিতেও চলতে পারে। এটি সামলানো সহজ। ছোট হলেও ফিচারে ভরপুর। এই গাড়িতেও রয়েছে একাধিক ফিচার্স যেমন মিউজিক কন্ট্রোল, ওআরভিএম এবং পাওয়া উইন্ডো। আর গাড়ির আয়তনও বেশ কম। যার ফলে তার চাহিদা পূরণ হয়। শুধু তাই নয়, গাড়ির দাম ভারতে ৮ লাখ টাকারও নিচে।

এমজি কমেট গাড়ি ১৭.৩ কিলোওয়াট আরওয়ারের ব্যাটারি প্যাক । যা সর্বোচ্চ ৪২ পিএস শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়ির সঙ্গে পাওয়া যায় ৩.৩ কিলোওয়াট চার্জার। যা ১০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে ৫ ঘণ্টা এবং ১০০ শতাংশ চার্জ করতে ৭ ঘণ্টা সময় নেয়। ফুল চার্জে ২৩০ কিলোমিটার নিয়ে যেতে পারে এই গাড়ি।

বিজ্ঞাপন
কোম্পানির দাবি অনুযায়ী, এই গাড়ি ১০০০ কিলোমিটার চালাতে খরচ ৫১৯ টাকা। গাড়িতে রয়েছে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ও এলইডি লাইটিং। চার চাকায় রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি এবং এয়ার কন্ডিশন।
এজেড

