টাটা মোটরসের তৈরি বিভিন্ন মডেলের প্রাইভেট কারের দাম বাড়ছে। নতুন দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। মূল্যবৃদ্ধির তালিকায় যেমন সেডান, হ্যাচব্যাক প্রাইভেট কার আছে তেমনি আছে এসইউভি এবং ইলেকট্রিক গাড়িও।
আগামী মাসে ১ ফেব্রুয়ারি থেকে টাটা গাড়ি কেনা ব্যয়বহুল হয়ে যাবে। টাটা মোটরস আগামী মাস থেকে বৈদ্যুতিক গাড়িসহ কোম্পানির সমস্ত যাত্রীবাহী গাড়ির দাম গড়ে ০.৭ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সস্তার এই ইলেকট্র্রিক গাড়ি ফুল চার্জে চলবে ২৩০ কিমি
টাটা মোটরসের জারি করা বিবৃতি অনুসারে, এই দাম বৃদ্ধি ১ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হবে। উৎপাদন খরচ বৃদ্ধির আংশিক ক্ষতিপূরণ দিতে এই পদক্ষেপ নিচ্ছে কোম্পানিটি। কোম্পানি পাঞ্চ, নেক্সন এবং হ্যারিয়ার সহ বেশ কয়েকটি যাত্রীবাহী যান বিক্রি করে।

৩১ জানুয়ারি পর্যন্ত পুরানো দামে গাড়ি কেনার সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
টাটা মোটরস গত মাসের ১০ ডিসেম্বর বাণিজ্যিক গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছিল। কোম্পানিটি বলেছিল, ১ জানুয়ারি থেকে দাম ৩ শতাংশ বাড়ানো হবে। এই বর্ধিত দাম ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এবার ১ ফেব্রুয়ারি থেকে যাত্রীবাহী গাড়ির দামও বাড়াতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এজেড

