শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোলস রয়েস বৈদ্যুতিক গাড়ি আনল, দাম ৭.৫ কোটি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪, ১০:৪০ এএম

শেয়ার করুন:

রোলস রয়েস বৈদ্যুতিক গাড়ি আনল, দাম ৭.৫ কোটি

যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রয়েল রয়েস ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ি আনল। মডেল রোলস রয়েস স্পেকচার। এই গাড়ির দাম আকাশচুম্বী। ভারতের বাজারে এর দাম ৭.৫ কোটি রুপি। এই চার চাকা ফুল চার্জে দৌড়তে পারে ৫৩০ কিলোমিটার। ফাস্ট চার্জারের মাধ্যমে গাড়ি ফুল চার্জ হতে সময় নেয় ৯৫ মিনিট।

রোলস রয়েস নাম শুনলেই বিলাসবহুল গাড়ির ছবি ভেসে ওঠে। যেই সংস্থার গাড়ি চড়তে অধীর আগ্রহে থাকেন সেলেব্রিটিরা। বিশ্বজুড়ে বাপক জনপ্রিয় রোলস রয়েস এবার ভারতে নতুন গাড়ির পর্দাফাঁস করল। এই গাড়ি আর পাঁচটা সাধারণ চার চাকার থেকে অনেক আলাদা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: এই ইলেকট্রিক গাড়ি ফুল চার্জে চলবে ৪২১ কিলোমিটার

এটি ভারতে রোলস রয়েসের প্রথম বৈদ্যুতিক গাড়ি। যার দাম রাখা হয়েছে ৭.৫ কোটি রিপি। দামের মতোই বৈশিষ্ট্য রয়েছে এই গাড়িতে। এতে থাকছে ১০২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। এখনও অবধি ভারতে খুব কম গাড়িতেই এত শক্তিশালী ব্যাটারি প্যাক রয়েছে। গাড়িটি ফুল চার্জে যেতে পারে ৫৩০ কিলোমিটার।

car

ভারতের সবচেয়ে দামি বৈদ্যুতিক গাড়ি


বিজ্ঞাপন


রোলস রয়েস স্পেকচার ভারতের সবথেকে দামি বৈদ্যুতিক গাড়ি। গাড়িটি ১০-৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৩৪ মিনিট, এর জন্য দেওয়া হয়েছে ১৯৫ কিলোওয়াট ক্ষমতার চার্জার। সঙ্গে ৫০ কিলোওয়াট ক্ষমতার ডিসি চার্জিং যা চার্জ করতে সময় নেয় ৯৫ মিনিট।

রোলস রয়েস স্পেকচারে রয়েছে দুটি ইলেকট্রিক মোটর। প্রত্যেকটি ৫৮৫ হর্সপাওয়ার শক্তি এবং ৯০০ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। গাড়ির ওজন ২৮৯০ কেজি। এত ভারী হওয়া সত্ত্বেও ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় ৪.৫ সেকেন্ড।

QT-rolls-royce

হাতেগোনা এমন বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি খুব কমই রয়েছে বিশ্ব বাজারে। যে কাঠামো অনুসরণ করে এই গাড়ি বানিয়েছে সংস্থা, সেই একই কাঠামোতে তৈরি হয়েছে বৈদ্যুতিক ফ্যান্টম, কুলিনান এবং ঘোস্ট। সংস্থার দাবি, এটি অন্যান্য গাড়ির তুলনায় ৩০ শতাংশ বেশি শক্তিশালী।

লম্বা বনেট, ফাস্টব্যাক টেইল গাড়ির অন্যতম আকর্ষণ। রয়েছে অ্যারো অপটিমাইজ ২৩ ইঞ্চি চাকা। আজকাল যে ইয়ট দেখা যায় তার মতো গাড়ির ডিজাইন ও কমফোর্ট রাখা হয়েছে। অত্যাধুনিক সরঞ্জাম এবং বৈশিষ্ট্য সমৃদ্ধ রোলস রয়েস স্পেকচার।

rolls-royce-spectre-full-ev-launched-1686927586

কেবিনে চালক ও যাত্রীদের জন্য আরাম ও বিনোদনের জন্য রয়েছে ভরপুর আয়োজন। প্রিমিয়াম কোয়ালিটি সিট থেকে সানরুফ, কেবিন ডিজাইন পাওয়া যাবে। ২২ এলইডি লাইটে সজ্জিত এই গাড়ি, কূপ ডিজাইনের গাড়িতে রয়েছে মাত্র দুইটি দরজা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর