মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Tata Punch EV 

এই ইলেকট্রিক গাড়ি ফুল চার্জে চলবে ৪২১ কিলোমিটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৮ পিএম

শেয়ার করুন:

এই ইলেকট্রিক গাড়ি ফুল চার্জে চলবে ৪২১ কিলোমিটার

টাটার আলোচিত ইলেকট্রিক গাড়ি পাঞ্চ ইভি অবশেষে বাজারে এলো। এই গাড়ি ফুল চার্জে ৪২১ কিলোমিটার পথ চলতে পারবে। নতুন এই থাকছে দুই ধরনের ব্যাটারি ও চার্জার। এতদিন পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বিক্রি হচ্ছিল পাঞ্চ। এবার ব্যাটারিতেও পাওয়া যাবে এই মাইক্রো এসইউভি। 

টাটা পাঞ্চ ইভির দাম


বিজ্ঞাপন


টাটা পাঞ্চ ইভি গাড়ির দাম শুরু ভারতে ১১ লাখ রুপি থেকে। এটি বেস মডেল। গাড়িটি পাঁচটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। টপ-এন্ড মডেলের দাম ১৪.৪৯ লাখ রুপি। বুকিং ইতিমধ্যে শুরু হয়েছে।

আরও পড়ুন: মাহিন্দ্রার এই এসইউভি এলো নতুন এডিশনে

গাড়ির লং রেঞ্জ মডেলগুলোতে ৭.২ কিলোওয়াট ক্ষমতার ফাস্ট চার্জার পাওয়া যাবে। গাড়িতে সানরুফও পাবেন।

tata


বিজ্ঞাপন


টাটা পাঞ্চ ব্যাটারি ও রেঞ্জ

দুই ধরনের ব্যাটারির বিকল্প থাকছে এই গাড়িতে। একটিতে আছে ২৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। যা ফুল চার্জে রেঞ্জ দেবে ৩১৫ কিলোমিটার। আরেকটি ভার্সনে দেওয়া হয়েছে ৩৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। যার রেঞ্জ ৪২১ কিলোমমিটার।

এই গাড়ির সঙ্গে একটি ৩.৩ কিলোওয়াটের ওয়াল বক্স চার্জার পাবেন। সঙ্গে থাকছে ৭.২ কিলোওয়াটের ফাস্ট চার্জার। এই গাড়ি ডিসি চার্জিংও সাপোর্ট করে। যা ০-৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৫৬ মিনিট।

tata2

কোম্পানির দাবি অনুযায়ী, টাটা পাঞ্চ ইভি ০-১০০ কিমি প্রতি ঘণ্টা গতি ছুঁতে সময় নেয় ৯.৫ সেকেন্ড। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯০ মিলিমিটার।

টাটা পাঞ্চ ইভি ফিচার্স

এই গাড়িতে পাবেন ১০.৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ৭ ইঞ্চির আরও একটি ইনফোটেনমেন্ট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ওয়্যারলেস ফোন চার্জিং, এয়ার পিউরিফায়ার, সানরুফ ইত্যাদি। গাড়িতে সুরক্ষার জন্য মিলবে ছয়টি এয়ারব্যাগ, থ্রি পয়েন্ট সিটবেল্ট এবং এবিএস।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর