প্রাইভেট কার কেনার ক্ষেত্রে দামের পরপরই দেখা হয় নিরাপত্তা ব্যবস্থা। ক্রেতারা নির্ভরযোগ্য গাড়িগুলো বাজারে খোঁজেন। বাজারে হাজারো গাড়ির ভিড়ে কোন গাড়ি কোম্পানিগুলো ভরসাযোগ্য জানেন?
২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কয়েক লাখ গাড়ি পরীক্ষা করার পর নির্ভরযোগ্য গাড়ির তালিকা প্রকাশ করেছে কনজিউমার রিপোর্ট। এই ২৩ বছরে বাজারে এসেছে বহু গাড়ি। একাধিক সংস্থা তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। কিন্তু, এর মধ্যে থেকে এই কোম্পানিগুলোর গাড়িতে শুধু ভালো পারফরম্যান্স পাবেন না, মিলবে জীবনভর সার্ভিস। চলুন দেখে নেওয়া যাক ২০২৩ সালের নির্ভরযোগ্য ১০টি গাড়ি কোম্পানি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শাওমি আনল ইলেকট্রিক গাড়ি, ৫ মিনিটের চার্জে চলবে ২২০ কিমি
বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য গাড়ি কোম্পানি কোনগুলো?
গাড়ি আসে, গাড়ি যায়। কিন্তু, থেকে যায় তার স্মৃতি। সঙ্গে সেই গাড়ির প্রতি গ্রাহকদের অভিজ্ঞতা। এই সব বিষয়ই বলে দেয় গাড়ি কোম্পানিটি লম্বা দৌড়ে কেমন যাবে। এই ফলাফল বের করতে ২০০০ সাল থেকে ২০২৩ সালে লঞ্চ হওয়া ৩.৩ লাখ গাড়ি যাচাই করে মার্কিন সংস্থা কনজিউমার রিপোর্ট।

বিজ্ঞাপন
২০২৪ সালে লঞ্চ হবে যে গাড়ি উন্মোচন হয়েছে সেগুলোও তালিকায় নেওয়া হয়েছে। এই পরীক্ষা করার পর বেশ কয়েকটি ব্র্যান্ডের নাম উল্লেখ করেছে সংস্থা। তাদের ০ থেকে ১০০ এর ভেতর পয়েন্ট দেওয়া হয়েছে। ২০২৩ সালে বিশ্বের সবথেকে নির্ভরযোগ্য গাড়ি কোম্পানি কী কী চলুন জেনে নেওয়া যাক।
লেক্সাস ও টয়োটা
তালিকায় প্রথম স্থানে রয়েছে লেক্সাস (পেয়েছে ৭৯/১০০ পয়েন্ট) এবং দ্বিতীয় স্থানে রয়েছে টয়োটা (পয়েন্ট ৭৬/১০০)। উল্লেখ্য বিষয় হল, লেক্সাস টয়োটারই মালিকাধীন একটি গাড়ি সংস্থা। যারা সাধারণত বিলাসবহুল গাড়ি বানানোর জন্য পরিচিত। তবে টয়োটা বাজারে কম দামি থেকে বেশি দামিও কেনা-বেচা করে। এই দুই সংস্থা বিশ্বের সবথেকে নির্ভরযোগ্য দুই গাড়ি প্রস্তুতকারক। যাদের চার চাকা ব্যবহার করে সন্তুষ্ট লাখ লাখ মানুষ।

মিনি
বিএমডাব্লিউ মালিকাধীন গাড়ি প্রস্তুতকারক মিনি। এই সংস্থা বহু বছর ধরে গাড়ি বিক্রি করেছে, নির্ভরযোগ্যতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মিনি। পয়েন্ট সংগ্রহ করেছে ৭১/১০০। বিশ্ব বাজারে মিনি কুপার একটি জনপ্রিয় গাড়ি। কম্প্যাক্ট এবং ইউনিক ডিজাইনের গাড়ি বানিয়ে থাকে মিনি।
আকুরা ও হোন্ডা
হোন্ডার গাড়ি সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল। বিশ্বব্যাপী বেশ পরিচিত এই সংস্থার চার চাকা। এই তালিকায় ৪ এবং ৫ নম্বর স্থানে রয়েছে আকুরা ও হোন্ডা। জাপানি সংস্থার হন্ডার লাক্সারি এবং পারফরম্যান্স ডিভিশন হল আকুরা। দুই গাড়ি কোম্পানিই পয়েন্ট সংগ্রহ করেছে ৭০/১০০।
এজেড

