অনেকেই সাশ্রয়ী দামের মোটরসাইকেল খোঁজেন। যারা কম দামের বাইক কিনতে চান তাদের পছন্দ ১০০ সিসির আশেপাশের মডেলগুলো। এগুলোর জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচও কম।
বাজারে এসব বাইকের চাহিদাও অনেক।
এন্ট্রি লেভেল বা কমিউটার বাইকগুলো সাধারণত ১০০ থেকে ১২৫ সিসির পেট্রোল ইঞ্জিনের হয়। এসব বাহনে ৬০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। এমনকি দামও অনেক কম। ফলে পরিবহন খরচ অনেকটাই কমে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মোটরসাইকেল লেমিনেশন করার সুবিধা-অসুবিধা জানুন
এই সেগমেন্টের দুইটি দুর্দান্ত মডেল হিরো স্প্লেন্ডর ও হোন্ডা শাইন। এগুলোর কাটতিও বেশ। মাইলেজেও সেরা।
এছাড়াও ভালো মাইলেজ দেয় এবং কম দামের বাইকগুলোর মধ্যে আছে হিরো স্প্লেন্ডর প্লাস এক্সটেক। টিভিএস মেট্রোও এই তালিকায় উপরের দিকে জায়গা করে নিয়েছে।
বাজাজের তৈরি ডিসকভার, প্লাটিনাও ভালো মাইলেজ দিতে পারে। এসব মডেলের দামও হাতের নাগালে।
বিজ্ঞাপন

মাইলেজের রাজা হিরো স্প্লেন্ডর
হিরো স্প্লেন্ডর ১০০-১১০ সিসি সেগমেন্টের বেশ জনপ্রিয় বাইক। এতে রয়েছে ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭.৯১ হর্সপাওয়ার শক্তি এবং ৮ এনএম টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে ৪ স্পিড গিয়ারবক্স।

হোন্ডা শাইন: কম দামে ভালো বাইক
হোন্ডা শাইন ১০০ মডেলে রয়েছে ৯৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড প্রযুক্তির ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭.২৮ ব্রেক হর্সপাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে ৪ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
এজেড

