মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেল লেমিনেশন করার সুবিধা-অসুবিধা জানুন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৪, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

bike

নতুন মোটরসাইকেল কিনেই অনেকেই প্রথমে লেমিনেশন করান। তাদের ধারণা এতে করে বাইক দীর্ঘদিন নতুন থাকবে। বাহনে ময়লা লাগবে কম। স্ক্র্যাচ থেকেও রেহাই মিলবে।

একথা সত্যি যে, বাইকে লেমিনেশন করার পর চকচকে দেখায়। মূলত বাইকের রঙ ও স্ক্র্যাচ থেকে রক্ষা পাওয়ার জন্যই এই কাজটি করা হয়।  


বিজ্ঞাপন


আরও পড়ুন: হ্যান্ডেল ছাড়া সেলফ ব্যালেন্সিং বাইক আনল ইয়ামাহা

মোটরসাইকেল লেমিনেশন করার যেমন কিছু সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে। জানুন বিস্তারিত।

laminate

বাইক লেমিনেশন কী?


বিজ্ঞাপন


মোটরসাইকেলের লেমিনেশন হচ্ছে এক ধরনের প্ল্যাস্টিকের প্রলেপ। যা এক ধরনের আঠাযুক্ত স্টিকার। তাপের মাধ্যমে বাইকের ধাতব ও অধাতব অংশে লাগানো হয়। 

বাইকে লেমিনেশনের সুবিধা

বাইক ল্যামিনেশন করালে বিভিন্ন স্ক্র্যাচ থেকে নিরাপদ থাকা যায়। একাধিক ডেন্ট থেকে বাঁচিয়ে রাখে।
স্ক্র্যাচ রেসিসট্যান্ট হিসাবে দারুণ কাজ করে। ধুলা-বালি, লোহার আঁচড় বা অন্য যেকোনো স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখে বাইক।
লেন বিভিন্ন রঙএবং প্যাটার্নে করা যায়। যা একটি ভালো লুক দেয়। আকর্ষণীয় এবং চকচকে করে তোলে।
পাশাপাশি লেশন বাইকের ফ্রেমকে সুরক্ষিত এবং ইউনিক করে তোলে।
বাইক ল্যামিনেশনের রক্ষণাবেক্ষণও বেশ সহজ। এর জন্য আলাদা করে ওয়াক্সিং বা পলিশের দরকার পড়ে না।

সবমিলিয়ে ল্যামিনেশন বাইকের ফ্রেম সুরক্ষিত রাখার জন্য এবং স্ক্র্যাচ রেসিসট্যান্ট করে তোলার জন্য একটি কার্যকর উপায়। সঠিক খরচ অনুযায়ী বাইকের উপর এই প্রলেপ দিতে পারেন।

lamination

বাইকে লেমিনেশনের অসুবিধা

বাইক ল্যামিনেশনের একাধিক সুবিধা থাকলেও বেশ কিছু খারাপ দিক রয়েছে যা জেনে রাখা দরকার।

নর্মাল কোটিংয়ের থেকে লেমিনেশন তুলনামূলক দামি। যা নির্ভর করে বাইকের সাইজ এবং কী প্যাটার্নে করাচ্ছেন।
পাশাপাশি সেই লেমিনেশন যদি ভালো মানের হয় তাহলে বেশ মোটা টাকা খরচ করতে হবে।
লেমিনেশন ভালোভাবে এবং টেকসই করার জন্য প্রস্তুতির দরকার। এর জন্য মোটরসাইকেলের ফ্রেম পরিষ্কার ও পালিশ করতে হবে। যা সময় ও শ্রম খরচ করে।
বাইকের লেমিনেশন নর্মাল কোটিংয়ের তুলনায় মোটা হয়। তাই মসৃণ ফিনিশ পেতে সময় লাগতে পারে।
বাইকের ল্যামিনেশন ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা কঠিন।
একবার ল্যামিনেশন করিয়ে ফেললে তা সহজে সরানো যায় না।
ভবিষ্যতে কেউ যদি বাইকের চেহারা পরিবর্তন করতে চান বা ফ্রেম বদলাতে চান তাহলে লেমিনেশন সরানো কঠিন হতে পারে।

সবমিলিয়ে লেমিনেশন করালে তার অসুবিধা সম্পর্কে জেনে রাখা দরকার এবং প্রস্তুত থাকা দরকার। কারণ লেমিনেশন করিয়ে ভবিষ্যতে বাইকের চেহারা পরিবর্তন করতে চাইলে সমস্যা হতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর