চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি এই প্রথম ইলেকট্রিক গাড়ি উদ্ভাবন করল। এই গাড়ি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। মাত্র ৫ মিনিট চার্জ দিলে ২২০ কিলোমিটার পথ চলা যাবে। শাওমির নতুন এই গাড়ির মডেল এসইউ৭।
আরও পড়ুন: হোন্ডা আনছে নতুন অফ রোড গাড়ি
বিজ্ঞাপন
এই গাড়ির ডিজাইন দেখলে মনে হবে পোরশে। এর রেঞ্জ দুর্দান্ত। ফুল চার্জে চলবে ৮০০ কিলোমিটার। দুইটি ভার্সনে শাওমির ইলেকট্রিক গাড়ি পাওয়া যাবে। একটি এসইউ৭, অন্যটি এসইউ৭ ম্যাক্স।
ফোন অ্যারিনার রিপোর্ট অনুযায়ী, এই গাড়িতে মিলবে হাইপার ইঞ্জিন প্রযুক্তি। যা ২১ হাজার আরপিএম গতিতে ছুটতে পারবে। কোম্পানি জানিয়েছে, তারা ইতিমধ্যে হাইপার-ইঞ্জিন ভি৮এস তৈরি করা শুরু করে দিয়েছে। যা সর্বোচ্চ ২৭০০০ আরপিএমে চলতে পারবে।
ভবিষ্যতে এই গাড়ির একটি ৩৫০০০ আরপিএম ভার্সনও আনা হবে বলে জানিয়েছে শাওমি। গাড়ির সর্বোচ্চ গতি ২৬৫ কিমি প্রতি ঘণ্টা। ০-১০০কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেবে মাত্র ২.৭৮ সেকেন্ড। যা বর্তমানে উপলব্ধ বহু স্পোর্টস কারেও পাওয়া যায় না। তবে সবথেকে অবাক করে দেওয়া বিষয় গাড়ির রেঞ্জ। ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, গাড়িটি এক চার্জে ৮০০ কিমি রেঞ্জ দিতে পারবে।
বিজ্ঞাপন
জানা গিয়েছে, বিশ্বব্যাপী নামজাদা গাড়ি কোম্পানি যেমন মার্সিডিজ-বেঞ্জ এবং বিএমডাব্লিউ বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন করা হয়েছে এই গাড়ি। অনেকটা এসইউভি হলেও, গাড়িটির সামগ্রিক চেহারা স্পোর্টস কারের মতো থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
গাড়ির ভেতরে মিলবে একগুচ্ছ ফিচার। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হাইপার অপারেটিং সিস্টেম থাকছে গাড়িতে। মিলবে ১৬.১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ৫৬ ইঞ্চি হেডস আপ ডিসপ্লে, ৭.১ ইঞ্চি ফ্লিপ ইনস্ট্রুমেন্ট স্ক্রিন। গাড়ির ইন্টিরিয়র গ্যালাক্সি গ্রে, টুইলাইট রেড এবং অবসিডিয়ান ব্ল্যাকে মোড়া থাকবে।
এছাড়াও গাড়ির মাঝে থাকবে সেন্ট্রাল কন্ট্রোল স্ক্রিন যেখানে কিবোর্ড সাপোর্টও পাওয়া যাবে। স্পোর্টস কারের মতো সিট ডিজাইন এবং প্রচলিত ডি আকারের স্টিয়ারিং হুইল থাকবে। আরও জানা গিয়েছে, গাড়ির উচ্চতা থাকবে ১.৮৮ মিটার। অর্থাৎ ভেতরে যে যথেষ্ট স্পেস থাকতে চলেছে তা কার্যত নিশ্চিত।
টেসলা মডেল এস এবং বিএমডাব্লিউ ৫ সিরিজের থেকেও বেশি রিয়ার স্পেস থাকবে এই গাড়িতে বলে দাবি করেছে শাওমি। গাড়ির সামনে লাগেজ স্পেস মিলবে ১০৫ লিটার এবং ট্রাঙ্ক অর্থাৎ পিছনে ৫১৭ লিটার স্টোরেজ। গাড়িতে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাকের সঙ্গে মিলবে সুপার ফাস্ট চার্জার যা ৫ মিনিট চার্জে ২২০ কিলোমিটার এবং ১৫ মিনিট চার্জে ৫১০ কিলোমিটার নিয়ে যাবে।
এজেড