জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা নতুন অফ রোড গাড়ি আনছে। হোন্ডা এলিভেট গাড়ির সম্প্রতি নতুন রূপ আনল প্রতিষ্ঠানটি। জাপানে তৈরি এই গাড়ির ছবি দারুণ সাড়া ফেলেছে ইন্টারনেটে। আকর্ষণীয় অফ-রোডিং লুক নিয়ে ধরা দিয়েছে এই গাড়ি। মূলত চেহারার দিক দিয়েই বেশি পরিবর্তন করা হয়েছে। থাকছে নতুন পেইন্ট স্কিম।
আরও পড়ুন: মার্সিডিজ বেঞ্জ জিএলএস আসছে নতুন রূপে
বিজ্ঞাপন
এই গাড়িকে সম্পূর্ণ অফ রোড এসইউভি বলা ভুল হবে। কারণ ফোর হুইল ড্রাইভের গাড়িতে যে সুবিধা থাকে তার অনেক কিছু নেই এতে। তাই এটিকে হাই-রাইডিং হ্যাচব্যাক বা ক্রসওভার বলা যেতে পারে। এই গাড়ির চেহারার সঙ্গে অনেক মিল রয়েছে এলিভেটের।
অটো জায়েন্ট হোন্ডার এই চার চাকাকে ডব্লিউঅঅর-ভি এবং এলিভেটের মিশ্রণ বলা যেতে পারে। যদিও এটি কনসেপ্টে হিসাবে প্রকাশ করেছে হোন্ডা। নাম দেওয়া হয়েছে ফিল্ড ফিল্ড এক্সপ্লোরার। যা ২০২৪ সালের জানুয়ারি মাসে টোকিও অটো স্যালনে সামনে আনবে হন্ডা।
গাড়িটি অফিশিয়ালি লঞ্চ হবে ২০২৪ সালের মার্চে। প্রাথমিক পর্যায়ে জাপানে লঞ্চ হবে এই গাড়ি। তারপর আন্তর্জাতিক বাজারে লঞ্চ হবে এই অফ-রোড এসইউভি। আসুন দেখে নেওয়া যাক গাড়িতে বিশেষ কী ডিজাইন এবং ইঞ্জিন ফিচার্স থাকতে চলেছে।
বিজ্ঞাপন
টাফ অ্যান্ড রাফ গাড়ি যেমন দেখতে হয়, তেমনই ডিজাইন রাখা হয়েছে চার চাকায়। রয়েছে কালো রঙের গ্রিল, ব্যাস প্লেট এবং সাইড স্কার্ট। সঙ্গে বড় করে হোন্ডার ব্যাজিং। গাড়ির দরজা, চাকা-সবখানেই রয়েছে অল-ব্ল্যাক থিম। গাড়ির আরও একটি বড় আকর্ষণ ছাদের লাগেজ রেক।
বর্তমানে বাজারে হোন্ডার যে এলিভেট মডেল রয়েছে তার থেকে মূলত, এই গাড়ি চেহারা এবং এক্সটিরিয়র ও ইন্টিরিয়র ডিজাইনের বিচারেই খানিকটা আলাদা। বাকি সব ফিচার্সই একই রয়েছে। গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে এতে মিলবে ১.৫ লিটার আই-ভিটেক পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ ১১৯ হর্সপাওয়ার এবং ১৪৫ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড ম্যানুয়াল এবং সিভিটি ট্রান্সমিশন।
এজেড