আন্তর্জাতিক বাজারে এলো অধিক মাইলেজের ইলেকট্রিক স্কুটার। মডেল ডট ওয়ান। এটি একটি ভারতীয় প্রতিষ্ঠান। এই স্কুটার একবার চার্জ দিলে ১৫১ কিলোমিটার পথ চলতে পারবে।
আরও পড়ুন: এই ইলেকট্রিক স্কুটারের দাম কমল
বিজ্ঞাপন
সিম্পল এনার্জির নির্মিত প্রথম ইলেকট্রিক স্কুটারটি ছিল ওয়ান। সেই প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করেই নতুন স্কুটার অর্থাৎ ডট ওয়ানও তৈরি করা হয়েছে। সিম্পল ডট ওয়ান একচার্জে ১৫১ কিলোমিটার রেঞ্জ দিতে পারে।

বৈদ্যুতিক স্কুটারটিতে ৩.৭ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি এবং ৮.৫ কিলোওয়াটের মোটর দেওয়া হয়েছে। এই মোটর ৭২ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে।
সিম্পলের নতুন বৈদ্যুতিক স্কুটারে দেওয়া হয়েছে ১২ ইঞ্চির চাকা। স্কুটারটি মাত্ ২.৭৭ সেকেন্ডের মধ্যে ০-৪০ কিলোমিটার গতি তুলতে পারে।
বিজ্ঞাপন

টাচ স্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও দেওয়া হয়েছে এই স্কুটারে। সিটের নিচে থাকছে ৩৫ লিটারের স্টোরেজ স্পেস।
একাধিক কালার ভ্যারিয়েন্ট রয়েছে সিম্পল ডট ওয়ান ইলেকট্রিক স্কুটারের। অ্যাজিওর ব্ল্যাক, ব্র্যাজ়েন ব্ল্যাক, গ্রেস হোয়াইট এবং নাম্মা রেড এই চারটি রঙে পাওয়া যাবে স্কুটারটি। দাম ভারতে ১ লাখ রুপি।
এজেড

