বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই ইলেকট্রিক স্কুটারের দাম কমল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

electric scoooter bd

ওলা এস১এক্স মডেলের ইলেকট্রিক স্কুটারের দাম কমেছে। ২০ হাজার রুপি দাম কমে এটি এখন ভারতে বিক্রি হচ্ছে ৯০ হাজার রুপিতে। এই ব্যাটারিচালিত স্কুটার ফুল চার্জে ১৫১ কিলোমিটার চলতে পারে। 

আরও পড়ুন: এই ইলেকট্রিক স্কুটার এক চার্জে ৩০০ কিলোমিটার চলবে


বিজ্ঞাপন


ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ও রেঞ্জ

ওলার এই স্কুটারে ব্যাটারি রয়েছে ৩ কিলোওয়াট আওয়ারের। এই ব্যাটারির ওপর ৪ বছর অথবা ৪০ হাজার কিলোমিটার ওয়ারেন্টি পাবেন। এই ব্যাটারি ফুল চার্জ হলে রেঞ্জ দিতে পারে ১৫১ কিলোমিটার।  ব্যাটারি প্যাক ফুল চার্জ হতে সময় নেয় ৭.৪ ঘণ্টা।

ola

ইলেকট্রিক বাইকের স্পিড ও ফিচার্স


বিজ্ঞাপন


ইলেকট্রিক স্কুটারটি ০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে পারে ৩.৩ সেকেন্ডে। টপ স্পিড ৯০ কিমি প্রতি ঘণ্টা।

ফিচার্স হিসেবে রয়েছে মুভওএস অপারেটিং সিস্টেম, ইন্টারনেট কানেক্টিভিটি, মোবাইল কানেক্টিভিটি, অ্যাপ সাপোর্ট, ৫ ইঞ্চি ডিসপ্লে, ডিজিটাল স্পিডোমিটার, ওডোমিটার, রাইডিং মোড, জিও ফেন্সিং, কল/এসএমএস অ্যালার্ট, নেভিগেশন এবং লো ব্যাটারি এলার্ট।

স্কুটারের সামনের চাকাতে পাবেন ডিস্ক ব্রেক এবং পেছনের চাকাতে ড্রাম ব্রেক। রয়েছে টিউবলেস টায়ার ও অ্যালয় হুইল। স্কুটির হেডলাইট, টেল লাইট এবং টার্ন সিগন্যাল ল্যাম্প পাবেন এলইডি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর