টিভিএসের জনপ্রিয় মোটরসাইকেল অ্যাপাচি আরটিআর ১৬০ ভার্সন ৪ নতুন আপডেট পেল। এই বাইকের ২০২৪ ভার্সনে একটি নতুন লাইটনিং ব্লু পেইন্ট স্কিমসহ অনেকগুলো আপগ্রেড দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস, বড় রিয়ার ডিস্ক এবং ভয়েস অ্যাসিস্ট ফিচারসহ স্মার্টফোন কানেকশন। সাসপেনশন হিসেবে, সামনের দিকে একটি ট্রেডিশনল টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে একটি মনোশক ইউনিট রয়েছে।
আরও পড়ুন: কাওয়াসাকি নতুন মোটরসাইকেল আনল
বিজ্ঞাপন
বাইকটির দাম রাখা হয়েছে ভারতে ১ লাখ ৩৫ হাজার রুপি।

বাইকটিতে একটি ১৬০ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন রয়েছে। যা ১৭.৩৫ হর্সপাওয়ার এবং ১৪.৭৩ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। যা একটি ফাইভ-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে।
এই নতুন অ্যাপাচি আরটিআর ১৬০ ভার্সন ফোরে একটি ২৪০ মিমি বড় রিয়ার ডিস্ক, তিনটি রাইডিং মোড (আরবান, রেইন এবং স্পোর্ট) রয়েছে। সাসপেনশন হিসেবে, সামনের দিকে একটি ট্রেডিশনল টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে একটি মনোশক ইউনিট রয়েছে। এছাড়াও আর বিশেষ কোনও পরিবর্তন করা হয়নি এই বাইকে।
বিজ্ঞাপন

বাইকটির অন্যান্য ফিচারের কথা বললে, এতে ভয়েস অ্যাসিস্টের সঙ্গে স্ট্যান্ডার্ড স্মার্ট এক্স কানেক্ট ফিচারও রয়েছে। এছাড়াও, এটিতে অনেক উন্নত ফিচার রয়েছে, যেমন টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল/এসএমএস অ্যালার্ট এবং ক্র্যাশ অ্যালার্ট সিস্টেম ইত্যাদি। এই বাইকটি ১১৪ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে চলতে পারে।
এজেড

