মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাওয়াসাকি নতুন মোটরসাইকেল আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪০ এএম

শেয়ার করুন:

kawasaki

জাপানের বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকি নতুন মডেলের বাইক আনল। ডব্লিউ ১৭৫ স্ট্রিট নামে এই বাইক বিক্রি করবে কাওয়াসাকি। 

আরও পড়ুন: এই ইলেকট্রিক স্কুটার চার্জ হবে মাত্র ৩০ মিনিটে


বিজ্ঞাপন


বাইকটির লুক যেমন নজরকাড়া, তেমনরয়েছে কিছু আকর্ষণীয় ফিচার্স।

bike_2

কাওয়াসাকি ডব্লিউ ১৭৫ স্ট্রিট মোটরসাইকেলের দুইটি অসাধারণ কালার অপশন রয়েছে। তার একটি হল মেটালিক ওশিয়ান এবং অপরটি মেটালিক গ্রাফাইট গ্রে। 

bike-43


বিজ্ঞাপন


এটি একটি রেট্রো স্টাইলের মোটরসাইকেল, যাতে পাওয়ারের জন্য একটি ১৭৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। 

kawasaki

বাইক ১২.৯ হর্স পাওয়ার এবং ১৩.২ টর্ক উৎপাদন করতে পারে। বাইকটির সামনের চাকায় আছে টেলিস্কোপিক ফর্ক। পেছনে ডুয়েল শক অ্যাবসর্বার রয়েছে। এছাড়া বাইকের সামনে রয়েছে একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং পেছনে রয়েছে ড্রাম ব্রেক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর