বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এই ইলেকট্রিক স্কুটার চার্জ হবে মাত্র ৩০ মিনিটে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ১১:২৫ এএম

শেয়ার করুন:

scooter

বাজারে এল নতুন ইলেকট্রিক স্কুটার।  মডেল কিনেটিক জুলু। এই স্কুটার আর পাঁচটা স্কুটির থেকে বেশ আলাদা, কারণ এতে ব্যাটারি সাবস্ক্রিপশন নিতে পারবেন।

এই স্কুটারের রেঞ্জ ফুল চার্জে ১০৪ কিলোমিটার। তবে তার চেয়েও বড় চমক সংস্থার ব্যাটারি সাবস্ক্রিপশন প্ল্যান। একদমই নতুন উদ্যোগ নিয়ে বাজারে এই স্কুটার এনেছে সংস্থা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাজাজ চেতক: ইলেকট্রিক স্কুটারের রাজা

১৯৯০ এর দশকে কিনেটিক হোন্ডার স্কুটার বেশ সাড়া ফেলেছিল। এবার সম্পূর্ণ ইলেকট্রিক অবতারে হাজির হয়েছে সংস্থার এই দুই চাকা।

zulu_2

ইলেকট্রিক স্কুটার ছাড়াও থ্রি হুইলারও বিক্রি করে সংস্থা। সম্প্রতি যে স্কুটার লঞ্চ করা হয়েছে তার দাম ভারতে ৯৫ হাজার রুপি।


বিজ্ঞাপন


নতুন এই স্কুটারে রয়েছে এলইডি হেডল্যাম্প, স্পোর্টি ডিজাইন এবং দুর্দান্ত ফিচার্স।

ইলেকট্রিক স্কুটির ব্যাটারি ও রেঞ্জ

স্কুটারটিতে রয়েছে ২.২৭ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক সঙ্গে একটি ইলেকট্রিক হাব মোটর। যা সর্বোচ্চ ২.৮ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। 

zulu

স্ট্যান্ডার্ড চার্জার দিয়ে এই স্কুটি ৩০ মিনিটে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। সংস্থার দাবি অনুযায়ী, ফুল চার্জে ১-৪ কিলোমিটার রেঞ্জ দিতে পারে স্কুটার। সর্বোচ্চ গতি ৬০ কিমি প্রতি ঘণ্টা। স্কুটির ওজন ৯৩ কেজি এবং ১৫০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে।

অন্যান্য স্পেসিফিকেশনের ক্ষেত্রে রয়েছে টেলিস্কপিক ফর্ক, টুইন শক অ্যাবসর্বার, ডুয়াল ডিস্ক ব্রেক, ১০ ইঞ্চি হুইল, এলসিডি ইউনিট এবং এলইডি ডিআরএল।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর