বাজারে এলো সবচেয়ে অধিক মাইলেজ বা রেঞ্জের ইলেকট্রিক স্কুটার। এই স্কুটার এনেছে ভারতের একটি বেঙ্গালুরুর স্টার্টআপ প্রতিষ্ঠান। মডেল আইএমই র্যাপিড।
আরো পড়ুন: বাজাজ নতুন ইলেকট্রিক স্কুটার আনল
বিজ্ঞাপন
এই বাজেট সেগমেন্টের এই ইলেকট্রিক স্কুটারে আপনি দুর্দান্ত ডিজাইন এবং অত্যাধুনিক কিছু ফিচার পেয়ে যাবেন। এই কোম্পানিটি একটি শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করেছে এই স্কুটারে। তার সাথেই এই স্কুটারে রয়েছে লং রেঞ্জ। সবার প্রয়োজনের কথা মাথায় রেখেই এই ইলেকট্রিক স্কুটার ডিজাইন করা হয়েছে। আপনিও চাইলে এক্ষুনি এই ইলেকট্রিক স্কুটার কিনতে পারেন।

এই নতুন ইলেকট্রিক স্কুটারে আপনি ২০০০ ওয়াটের মোটর পেয়ে যাবেন যা আপনার শখের ইলেকট্রিক স্কুটার কে আরো ভালো রেঞ্জ দিতে চলেছে। এই স্কুটারে আপনি তিনটি রেঞ্জের বিকল্প পেয়ে যাবেন। প্রথম ভেরিয়ান্ট ১০০ কিলোমিটার, দ্বিতীয় ভেরিয়েন্ট ২০০ কিলোমিটার এবং তৃতীয় ভেরিয়েন্ট ৩০০ কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জ অফার করে থাকে। এই বৈদ্যুতিক স্কুটারটি খুব সহজেই দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য আপনি ব্যবহার করতে পারবেন।
এই ইলেকট্রিক স্কুটারের দাম শুরু হয়েছে ১ লাখ রুপি থেকে। টপ ভেরিয়েন্টে কিনতে খানিকটা বেশি খরচ করতে হবে। তাও দেড় লাখ রুপির মধ্যে।
বিজ্ঞাপন
এজেড

