দেয়ালের শহর ঢাকা। সেখানে আছে দোয়েল চত্বর। সেটা অন্য এক গল্প। ঘরে ঘরে যে দেয়াল তার আড়ালে স্বস্তি যেমন থাকে। তেমনি থাকে যন্ত্রণাকাতর পাথর সময়। থাকে প্রণয়ের সুখ। থাকে অপ্রাপ্তির বেদনা। এমন সব ব্যক্তিগত আশা-হতাশার কথা কবিতায় বুনেছেন তায়েব মিল্লাত হোসেন। তার কবিতা থেকেই পাঠ করা যায়: ‘কিংবদন্তির কাছেই আমাদের/ অজানা অধ্যায় ঘাসের লাবণ্য/ সংসার ও সুখ কানামাছি ভূষণ/ ইটের সীমানায় আড়াল সন্তাপ।’ আলোচ্য কবিতার নাম ‘দেয়ালের ঢাকায় দোয়েল’। একই নামে সদ্যই প্রকাশিত হয়েছে কবির প্রথম বই।
বই প্রথম হলেও তায়েব মিল্লাত হোসেন কাব্যচর্চা করছেন অন্তত আড়াই দশক হলো। ফলে অগ্রন্থিত কবিতা সংখ্যা অগুনতি। সেসব থেকে বাছাই করা ৩৭টি কবিতা নিয়ে ছাপা-বাঁধাই হয়েছে কাব্যগ্রন্থ ‘দেয়ালের ঢাকায় দোয়েল’। যেখানে আছে প্রেম, স্বদেশ, ইতিহাস, রাজনীতির নানা অনুষঙ্গ। এই বইয়ের ফ্ল্যাপে দেশের অন্যতম কবি ফিরোজ এহতেশাম লিখেছেন, ‘নানা অনুষঙ্গের দ্যোতনায় স্ফুরিত এক নতুন ব্যঞ্জনা আর ভিন্নতর নান্দনিক সুষমা নিয়ে হাজির হয় তাঁর কবিতা। কখনো সেসব পংক্তিতে জেগে ওঠে গদ্যের ঋজু টানটান টঙ্কার, কখনো-বা পয়ারের স্নিগ্ধ গীতলতার ঢেউ। এইভাবে তিনি বস্তুজগতের প্রচলিত অর্থকে দেন নবতর উদ্ভাসন।’
বিজ্ঞাপন

তায়েব মিল্লাত হোসেনের কবিতা প্রায়শই ব্যক্তিকে ছাপিয়ে সমাজ-দেশ-দুনিয়ার দিকে ধাবিত হয়। তার বই থেকে কিছুটা তুলে ধরা যায়: ‘ওহে পশ্চিম, তোমার পোশাক খুলে দেখো/ সেখানে পাবে পুবের দুনিয়ার সেলাই দিদিদের হাতের দাগ,/ সময়ের রক্ত ও প্রতিদিনের ঘাম।’
আরও পড়ুন: গাজী মুনছুর আজিজের নতুন ভ্রমণ কাহিনি ‘নান্দনিক নেপাল’
নিজের প্রথম বই সম্পর্কে কবি বলেন, ‘রচিত কবিতাদের মুক্তির আস্বাদ দিতেই আসলে এই বই প্রকাশ। এটা যদি পাঠকের মন-মগজ গ্রহণ কর নেয় তবেই আসল সার্থকতা।’
বিজ্ঞাপন
কবিতার বই ‘দেয়ালের ঢাকায় দোয়েল’ প্রকাশ করেছে স্বপ্ন ৭১ প্রকাশন। প্রচ্ছদ করেছেন তানজিল রিমন। এটি পাবেন রাজধানী ঢাকার কাঁটাবনে কনকর্ড অ্যাম্পোরিয়াম শপিং কমপ্লেক্সের এই প্রকাশনীর প্রদর্শন কেন্দ্রে। পাওয়া যাচ্ছে তাদের অনলাইনে। বইটি সংগ্রহ করা যাবে রকমারি ও অন্যান্য অনলাইনে পাবেন। এর দাম মাত্র ২০০ টাকা।
এজেড

