রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

ইজাজুল হকের নতুন বই ‘দ্য লাস্ট পোয়েট অব কাশ্মীর’

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

ভূস্বর্গ কাশ্মীর নিয়ে কৌতূহল নেই এমন মানুষ খুব কমই আছে পৃথিবীতে। এ উপত্যকার সৌন্দর্য ও স্বাতন্ত্র্য সৌন্দর্যপিয়াসীদের দারুণভাবে আকৃষ্ট করে। আর কাশ্মীরের সাহিত্য-সংস্কৃতিই এ অঞ্চলের সৌন্দর্যের সুনিপুণ দর্পণ। বিশেষ করে স্বতন্ত্র জাতিসত্তার অধিকারী কাশ্মীরিদের দীর্ঘ লড়াই-সংগ্রামকে পাঠ করার সেরা মাধ্যম সেখানকার কবিতা। তরুণ লেখক ইজাজুল হকের ‘দ্য লাস্ট পোয়েট অব কাশ্মীর’ সেই ধারায় এক অমূল্য সংযোজন।

৪৭ পূর্ব অখণ্ড কাশ্মীরে জন্ম নেওয়া এবং কাশ্মীরি জাতীয়তাবাদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখা কবিদের মধ্যে সর্বশেষ শক্তিমান কবি মনে করা হয় সদ্যপ্রয়াত ফারুক নাজকিকে। তিনি একাধারে কবি, লেখক, নাট্যকার ও বিশিষ্ট্য মিডিয়া ব্যক্তিত্ব। এ বইয়ে লেখক কবি ফারুক নাজকির কবিতা জীবনের আলোচনার ভেতর দিয়ে প্রায় একশো বছরের কাশ্মীরকে পাঠ করতে চেষ্টা করেছেন।


বিজ্ঞাপন


‘দ্য লাস্ট পোয়েট অব কাশ্মীর’ দুটি অংশ। প্রথম অংশে রয়েছে দীর্ঘ ভূমিকা। এতে ফারুক নাজকির শৈশব-কৈশোর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত অনেক ঘটনা স্থান পেয়েছে। এর মধ্য দিয়ে গত শতাব্দীর কাশ্মীর রাজনৈতিক ইতিহাসও উঠে এসেছে। এ ছাড়া কাশ্মীরি ভাষার সাহিত্য, কাশ্মীরের উর্দু সাহিত্য, আধুনিক উর্দু কবিতা, উর্দু গজল, নাজকির কবিতার ধরন ও বিষয়বস্তুর বিশদ আলোচনাও রয়েছে। দ্বিতীয় অংশে রয়েছে নাজকির নির্বাচিত উর্দু কবিতা ও গজলের বাংলা তর্জমা।

আরও পড়ুন

মেলায় আমজাদ ইউনুসের ‘দরুদমাখা সবুজ চিঠি’

মূল আরবি ও উর্দু থেকে ইজাজুল হকের অনুবাদ ইতোমধ্যেই বোদ্ধাদের নজর কেড়েছে। তাঁর গদ্য ঝরঝরে ও সাবলীল। ‘দ্য লাস্ট পোয়েট অব কাশ্মীর’-এর সঙ্গেও পাঠকদের দারুণ একটি সময় কাটবে বলে আমরা আশাবাদী।

স্বনামধন্য প্রকাশনা সংস্থা—ঐতিহ্য যত্নসহকারে বইটি প্রকাশ করেছে। সেলিম হোসেন সাজুর দারুণ প্রচ্ছদ বইটির গুণমান ও সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। অমর একুশে বইমেলা ২০২৫-এর ২৮ নম্বর ঐতিহ্যের প্যাভিলিয়নে বইটি বিশেষ ছাড়ে পাওয়া যাচ্ছে। সারাদেশে নির্বাচিতের আউটলেটেও বইটি পাওয়া যাচ্ছে বইটি। এ ছাড়া ঐতিহ্যের ফেসবুক পেজ ও ওয়েবসাইট থেকেও বইটি সংগ্রহ করা যাবে।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর