সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

মেলায় আমজাদ ইউনুসের ‘দরুদমাখা সবুজ চিঠি’

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: সংগৃহীত

প্রিয়জনের জন্য লেখা প্রতিটি চিঠিই হৃদয়ের গভীরতম অনুভূতির নিখুঁত প্রতিচ্ছবি। এসব চিঠির পরতে পরতে মিশে থাকে গভীর প্রেম, অসীম আকুলতা এবং একনিষ্ঠ নিবেদন। তবে যদি সেই চিঠি লেখা হয় এমন এক প্রিয়জনের উদ্দেশে, যাঁর প্রতি ভালোবাসা আকাশসম, শ্রদ্ধা সাগরসম, আর আকাঙ্ক্ষা সীমাহীন—তবে সেটি হয়ে ওঠে আরও অনন্য ও অনিন্দ্য সুন্দর।

‘দরুদমাখা সবুজ চিঠি’ গ্রন্থে লেখক আমজাদ ইউনুস প্রিয়তম রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেদিত একগুচ্ছ চিঠি সংকলন করেছেন। সেই চিঠিগুলোতে মিশে আছে বিশ্বাসী হৃদয়ের আত্মার নিকটতম সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুরভিত ভালোবাসার আতর, শ্রদ্ধার সাগর এবং অনন্ত প্রেম।


বিজ্ঞাপন


এ বইয়ের প্রথম চিঠিটি লিখে একটা প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনি ঘুরে এসেছেন বাইতুল্লাহ আর মদিনা মুনাওয়ারা পর্যন্ত। খুব কাছ থেকে দরুদ সালাম জানিয়ে এসেছেন হৃদয়ের প্রেমাস্পদকে।

আরও পড়ুন

বইমেলায় রুবাইদা গুলশানের ‘নীলমণির নীলিমায়'

এই চিঠিগুলো ধূলির জগৎ থেকে পাঠকের হৃদয়কে ধুয়ে নিয়ে যাবে আলোর রাজ্যে। নবীজির ভালোবাসা মিশে থাকা প্রতিটি বাক্য পাঠকের মনে ছড়িয়ে দেবে নবীপ্রেমের সৌরভ। পাঠকের হৃদয়কে পূর্ণ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সুরভিত আতরে।

বইটিতে ভূমিকা লিখেছেন প্রখ্যাত আলেম ও নন্দিত গদ্যশিল্পী মুহাম্মদ যাইনুল আবেদীন। অভিমত দিয়েছেন জনপ্রিয় লেখক আরিফ আজাদ।


বিজ্ঞাপন


বইটির পৃষ্ঠা সংখ্যা ১২০, মুদ্রিত মূল্য ২৫০ টাকা। প্রকাশ করেছে সুকুন পাবলিশিং। এবারের একুশে বইমেলায় প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন ওয়ালিদ ইবন হোসাইন। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ২৯নং স্টলে। আর চট্টগ্রাম একুশে বইমেলার ২৭নং স্টলে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর