জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেছে। এতে বক্তারা, নারীর প্রতি সহিংসতা বন্ধ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতিত নারীদের মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট চত্বরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্যরা মানববন্ধনে এসব কথা বলেন।
আইনজীবীরা বলেন, পারিবারিক অধিকার ফিরে পেতে নারীকে একজন বিচারপ্রার্থী হয়ে আদালতের শরণাপন্ন হতে হয়। তবে অনেক নারীই আইনের আশ্রয় কীভাবে নিতে হবে, তা জানেন না। তাই নারীর সকল মৌলিক ও সাংবিধানিক অধিকার ফিরে পেতে আমাদের দাবি আদায়ে সব সময় নারীরা সোচ্চার থাকবে।
এতে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সীমা জহুর, অ্যাডভোকেট সালমা আলী, অ্যাডভোকেট জাকিয়া আনারকলি, অ্যাডভোকেট জুবাইদা পারভীন, অ্যাডভোকেট নিঘাত সীমা প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ছাড়াও সুপ্রিম কোর্টের অন্যান্য আইনজীবীরাও অংশ নেন।
বিইউ/ক.ম