images

নারী ও শিশু

সিলেট থেকে পথ ভুলে ট্রেনে ওঠে ৪ শিশু ঢাকায়, অবশেষে উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

‎সিলেট থেকে পথ ভুলে ট্রেনে করে ঢাকায় চলে আসে চার শিশু। এদেরকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।
‎ 
‎সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ।

‎উদ্ধার হওয়া শিশুরা হলো- তানিম আহমেদ (১২), আব্দুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)।

‎ডিসি তালেবুর রহমান জানান, গত রোববার (২ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালিয়ে চার শিশুকে উদ্ধার করে।

‎শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসে এবং পথ হারিয়ে ফেলে। এরপর গত ছয় দিন ধরে তারা হোটেল বয় হিসেবে কাজ করছিল।

‎উদ্ধারের পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

‎একেএস/ক.ম