images

নারী ও শিশু

সংসদ নির্বাচনে নারীদের জন্য ১০০ আসন চায় ওয়েব

নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২৫, ০৫:০৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য ১০০ আসন চায় উইমেন অ্যান্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। একইসঙ্গে নির্বাচনে পর্যবেক্ষক হিসেবেও থাকতে চায় সংস্থাটি।

বুধবার (১৪ মে) নগরীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়েবের প্রতিষ্ঠাতা সভানেত্রী নাসরিন আওয়াল মিন্টু এসব দাবি করেন।

নাসরিন ফাতেমা আউয়াল বলেন, ‘আমরা সংসদে ১০০ জন নারীর আসন দেখতে চাই। নারীর আসন যদি বেশি হয়, তবে ভালো হবে। কারণ নারীরা সব কিছু বোঝে ভালো। আপনারা দেখবেন নারী যেমন অফিস সামলায়, তেমনিভাবে সংসারের কাজও সামলায়। নারীদের দ্বারা সব কাজ ভালো মতো করা সম্ভব।’
 
নাসরিন আওয়াল বলেন, ‘আমরা সিইসির সঙ্গে দেখা করলাম। কিছু বিষয় নিয়ে কথা বলেছি। বিশেষ করে আসন্ন নির্বাচনে নারীর ক্ষমতায়ন। নারীকে সেইভাবে নির্বাচনে সম্পৃক্ত করা হয় না। আমরা চাই সমস্ত নারীর অংশগ্রহণ করুক। নারীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে।’

তিনি বলেন, ‘অনেক দিন নারী-পুরুষ ভোট দিতে পারি নাই। এবার সবাই সমানভাবে ভোটে অংশ নিতে চাই। ভোট এমনভাবে হবে যেন নারী-পুরুষ একসঙ্গে ভোট দিতে পারে।’

তার দাবি, ‘আসন্ন নির্বাচনে নারীর জন্য ১০০টি আসন চাই। আমরা দেশের জন্য কাজ করছি। আমাদেরকে যেন সমানভাবে সুযোগ দেওয়া হয়।’

নাসরিন আওয়াল বলেন, ‘পুরুষদের মাইন্ড সেট চেঞ্জ করতে হবে। আমরা মনে করি, নারীদেরকে সব জায়গায় সুযোগ-সুবিধা দেওয়া উচিত। নারীরা পুরুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়। আমরা সামনেও যেতে চাই না, পেছনেও যেতে চাই না।’ 
 
সিইসিকে লিখিত প্রস্তাব দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘১০০ আসনের বিষয়ে লিখিত দেইনি, এটা মৌখিকভাবে দিয়েছি। তবে লিখিতভাবে বলেছি, আসন্ন ভোটে আমাদের পর্যবেক্ষক হিসেবে যেন রাখা হয়। সিইসি আমাদের সব কথা শুনেছেন এবং আসস্ত করেছেন।’

নাসরিন আওয়াল আরও বলেন, ‘নারীর বৈষম্য দেখতে চাই না। আমরা শুনতে চাই নারীর বৈষম্য শেষ হয়েছে। হবে, এটা শুনতে চাই না। সংসদে নারী খুবই কম। নারী সংসদে না এলে সামনে এগিয়ে যেতে পারবে না।’

এমএইচএইচ/এএইচ