images

নারী ও শিশু

রাজধানীতে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

নারীদের প্রাথমিক স্তরে স্তন ক্যানসার শনাক্তকরণে সক্ষমতা বৃদ্ধিতে রাজধানীতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সেমিনার রুমে ‘আমরা নারী’ এবং ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ যৌথ উদ্যোগে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হতে হয়।

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডা. উম্মে হুমায়রা কানেতা, সার্জিক্যাল অনকোলজিতে এমএস (ফেজ বি) রেসিডেন্ট, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (NICRH)। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন মো. নিজামূল কবীর, প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন 'আমরা নারী' ও 'আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে'র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)। 

বিশ্বব্যাপী অক্টোবর মাস স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এই উপলক্ষ্যে, ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ অক্টোবর এবং নভেম্বর মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে।

cancer

সেমিনারের মূল লক্ষ্য নারীদের প্রাথমিক স্তরে স্তন ক্যানসার শনাক্তকরণে সক্ষমতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধি করে সমাজে এই রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা। তরুণ প্রজন্ম ও কর্মজীবীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটানো।

বিশেষজ্ঞগণ স্তন ক্যানসারের ঝুঁকি, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে উপস্থিতদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তা হিসাবে সেমিনারে ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়ক এম এম জাহিদুর রহমান বিপ্লব এই আয়োজন ও সেমিনারের সচেতনতা কার্যক্রম সফল করতে মিডিয়ার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেন। বিপ্লব বলেন, আমাদের এই উদ্যোগে ইত্তেফাক, বাংলাদেশ পোস্ট, একাত্তর টিভি, এবং ঢাকা মেইল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। ধারাবাহিক আমাদের এই সেমিনারগুলোর মাধ্যমে আমরা আশা করি, তরুণ সমাজের মধ্যে সচেতনতার বীজ বপন করবে এবং একটি স্বাস্থ্য সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরো যোগ করেন যে, আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য সমাজে নারীদের স্তন ক্যানসার প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণে উৎসাহিত করা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা। অনুষ্ঠান শেষে তিনি মো. নিজামূল কবীর, প্রধান তথ্য অফিসারের হাতে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক তুলে দেন।

এমএইচটি