ঢাকা মেইল ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম
স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব বোঝানো এবং প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানাতে রাজধানীতে একটি সেমিনার হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদফতরের সেগুনবাগিচা অডিটোরিয়ামে ‘আমরা নারী’, ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এবং বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, দেশে প্রতিবছর প্রায় ১৫ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় ৭ হাজার ৫০০ নারী এই রোগে প্রাণ হারান। সামাজিক বাধা এবং সচেতনতার অভাবে অধিকাংশ নারী স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করতে অক্ষম হন। এই বাস্তবতায়, সেমিনারে প্রধান বক্তা, স্তন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. উম্মে হুমায়রা কানেতা (ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল), নারীদের জন্য স্তন ক্যান্সারের ঝুঁকি নিরূপণ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ ও নিয়মিত পরীক্ষার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, মাসিকের পরে ২০ বছর বয়স থেকে প্রতি মাসে নিজে নিজে স্তন পরীক্ষা করা এবং ৪০ বছরের পর বছরে একবার ম্যামোগ্রাম করানো স্তন ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সেমিনারে প্রধান অতিথি ও বক্তা হিসাবে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদার। আরও ছিলেন সৈয়দা ফারহানা কাউনাইন, যুগ্ম সচিব; মোসা. ফেরদৌসী বেগম, যুগ্ম-সচিব এবং প্রধান প্রকৌশলী মীর মনজুরুর রহমান, দফতর প্রধান, স্থাপত্য অধিদফতরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা।
আয়োজকদের পক্ষ থেকে ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বক্তা ছিলেনন এবং আমরা নারীর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে বিপ্লব শুভেচ্ছা স্মারক তুলে দেন।
এমএইচটি