images

নারী ও শিশু

আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান মহিলা পরিষদের

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই ২০২৪, ০৭:৪৩ পিএম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বর্তমান সংকটজনক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে সকল পক্ষকে আলোচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির জরুরি বর্ধিত সভা শেষে এ আহ্বান জানানো হয়।

মহিলা পরিষদ জানায়, পরিস্থিতির যেন আরও অবনতি না ঘটে সেজন্য সরকার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে বর্তমান সংকট নিরসনের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে মহিলা পরিষদ দ্রুত এই সংকটময় পরিস্থিতির অবসান ঘটানোর লক্ষ্যে ব্যাপকহারে ছাত্র হয়রানি বন্ধ করে স্বাভাবিক শিক্ষাজীবন এবং জনজীবন ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে।

সভায় শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ।

এমএইচ/এমএইচটি