তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮ জুন ২০২৩, ০২:৫৬ পিএম
ফ্রিজের দরজা খুললেই শীতল বাতাস চোখে-মুখে ঝাপটা দেয়। মনে হয় ফ্রিজের সামনেই দাঁড়িয়ে থাকি। যাদের বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি নেই তাদের এই ভাবনা মনে আসাই স্বাভাবিক। কেননা, গরমে জনজীবন বিপর্যস্ত।
ফ্রিজ আমাদের খাবার-দাবার ঠান্ডা করে রাখতে পারে। কিন্তু সেই ফ্রিজের দরজা যদি আমরা খুলে দিই, তাহলে কি তা আমাদের ঘরও ঠান্ডা করতে পারবে? সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন করেছেন বহু মানুষ। একথা তো অস্বীকার করার কোনও উপায় নেই যে, ফ্রিজ খুললেই মানুষ একটা শীতলতা অনুভব করেন। সেই থেকেই অনেকে ভাবতে শুরু করে দেন, তাহলে হয়তো ফ্রিজের দরজা খুলে রাখলে তা পুরো ঘরটাকেই ঠান্ডা করবে। আপনিও নিশ্চয়ই কখনও না কখনও এমনটা ভেবেছিলেন?
গ্রীষ্মকালে এসি ও ফ্রিজের ব্যবহার সর্বাধিক। বহু বাড়িতেই প্রতিদিন দীর্ঘ সময় ধরে চলতে থাকে এসি ও ফ্রিজ। দুইটি ইলেকট্রনিক ডিভাইসেরই মূল কাজ হল শীতলকরণ, ঠান্ডা রাখা। এসি যেমন তাপ শোষণ করে ঘর ঠান্ডা রাখে, ফ্রিজ ভেতরের খাবার ঠান্ডা রেখে সেটিকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। কিন্তু আপনি যদি এখন একটি বদ্ধ ঘরে ফ্রিজের দরজা খুলে রেখে দেন, তাহলে তা কি আপনার ঘর ঠান্ডা করতে পারবে?
এমন যন্ত্র, যা কোনও কিছুকে ঠান্ডা করে তা আসলে শীতল করার পরিবর্তে তাপ বা গরম বাতাস ছেড়ে দেয়। যদি ফ্রিজের কথাই ধরা হয়, তাহলে তার কম্প্রেসরও ঠান্ডা করার জন্য পরিবেশে তাপ ছেড়ে দেয়। রেফ্রিজারেটরে এমনই সেন্সর রয়েছে, যা কম্প্রেসরকে ভেতরে ঠান্ডা হওয়া বা শীতল তাপমাত্রায় পৌঁছানোর সময় ইঙ্গিত দিতে পারে এবং সেই অনুযায়ী সেটিকে বন্ধও করা হয়।
ফ্রিজের দরজা খোলা রাখলে কি ঘর ঠান্ডা হবে?
এখন আপনি যদি ফ্রিজের দরজা খোলা অবস্থায় রেখে দেন, তাহলে তার ভেতরের সেন্সরগুলো ঘরের তাপমাত্রা পরিমাপ করতে লাগবে। রেফ্রিজারেটরটি তখন অনুভব করবে, তার আরও ঠান্ডা করা প্রয়োজন। এমনটা হয় কারণ, ফ্রিজের দরজা খুলে রাখার ফলে সে বেশি মাত্রায় ঘরের তাপমাত্রা অনুভব করতে থাকে এবং সেটি ঠান্ডা করার পরিবর্তে তখন গরম করতে থাকবে।
এরকম পরিস্থিতিতে ফ্রিজ তার কম্প্রেসরকে ইঙ্গিত দেবে যে, ভেতরের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। সেই কারণে সে তার কুল্যান্টকে আরও বেশি করে চালানোর প্রয়োজনীয়তা অনুভব করবে। সেই সময় কম্প্রেসর আরও বেশি শক্তি সঞ্চয় করবে এবং কুল্যান্ট ও কম্প্রসের উভয়েই একসঙ্গে আগের তুলনায় বেশি করে তাপ তৈরি করবে।
তাই, ফ্রিজের দরজা খুলে রাখলে আপনার ঘর আরও বেশি গরম হবে এবং ফ্রিজ ঠান্ডা হতে চাইবে না। কারণ, ফ্রিজের ভেতরে যে তাপমাত্রা কমছে তা দরজা খোলা থাকার ফলে ঘরেই আবার তাপ আকারে ফিরে আসছে।
এজেড