images

তথ্য-প্রযুক্তি

ওয়্যারলেসে চার্জ হবে মটোরোলা এজ ৪০ ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০১ জুন ২০২৩, ০৮:৫৪ এএম

আন্তর্জাতিক বাজারে এলো মটোরোলা এজ ৪০ মডেলের স্মার্টফোন। এই ফোনে ওয়ারলেস চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে। ফ্ল্যাগশিপ এই ফোন পাওয়া যাবে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে। 

ফোনটিতে ১৪৪ হার্জ রিফ্রেশ রেটসহ একটি ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস পোলিড ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে ১২০০ নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট পাবেন। 

এছাড়া এতে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮০২০ ৫জি অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। 

motorolaফোনটিতে দুইটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একটি ৫০ মেগাপিক্সেল সেন্সরসহ  ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে।

সেলফির জন্য ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 

অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। আপনি এতে ২ বছরের জন্য ওএস আপডেট এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেটও পাবেন।

motorolaফোনটিতে একটি ৪৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। যা ৬৮ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। 

সিকিউরিটির জন্য ফোনে ফেস আনলক এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। 

এজেড