images

তথ্য-প্রযুক্তি

২০২৩ সালের শেষ সূর্যগ্রহণ অক্টোবরে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৩১ মে ২০২৩, ১১:২৪ এএম

২০২৩ সালের শেষ সূর্যগ্রহণ হবে অক্টোবর মাসে। এবছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২০ এপ্রিল। দুইটি সূর্যগ্রহণ দিয়েই বছরটি শেষ হবে। 

এছাড়াও এবছরের খাতায় দুইটি চন্দ্রগ্রহণ ছিল। এর একটি হয়েছে ৫ মে। আরেকটি চন্দ্রগ্রহণ হবে অক্টোবর মাসেই। 

বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটবে ২৯ অক্টোবর, রবিবার। গ্রহণ শুরু হবে রাত ১টা ৩৬ মিনিটে। শেষ হবে রাত ২টা ৫২ মিনিটে। 

solarঅন্যদিকে বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হবে ঘটবে ১৪ অক্টোবর, শনিবার। এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। 

সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা।  সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মতো ঘটনাগুলি জ্যোতির্বিদ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে।

সূর্যগ্রহণ নিয়ে আদিকাল থেকে মানুষের আগ্রহ। গ্রহণ নিয়ে রয়েছে অজস্র কুসংস্কার। বিজ্ঞানের আলো ছড়িয়ে পড়ার আগে মানুষ সূর্যগ্রহণকে অশুভ শক্তির উত্থান বলে মনে করত। কিন্তু বিজ্ঞান মানুষকে শিখিয়েছে সূর্যগ্রহণ বৈজ্ঞানিক ঘটনা। যদিও সূর্যগ্রহণ কেন হয় তা এখনো অনেকেরই ধারণা নেই।

solarসূর্যগ্রহণ কেন হয়?

পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ পরিভ্রমণের সময় একপর্যায়ে পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে। এসময় চাঁদ ছায়া দিয়ে পৃথিবীকে ঢেকে ফেলে। সেই সঙ্গে তারা থেকে আলোর বিচ্ছুরণ বাধাগ্রস্ত হয় এবং সূর্যের গ্রহণ ঘটে। সূর্যকে ঢেকে ফেলার উপর নির্ভর করে সাধারণত তিন ধরনের সূর্যগ্রহণ দেখা যায়।

এজেড