images

তথ্য-প্রযুক্তি

স্মার্টফোনের চার্জার কেন সাদা-কালো হয়?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৩ মে ২০২৩, ১২:০৪ এএম

খেয়াল করলে দেখবেন স্মার্টফোনের চার্জার বা অ্যাডাপ্টরের রঙ সাদা কিংবা কালো রঙের হয়। আপনি যদি মনে করেন, স্মার্টফোনের চার্জারের রঙের পেছনে কোন কারণ নেই তাহলে আপনার ধারণা ভুল। 

একটি নির্দিষ্ট কারণেই স্মার্টফোনের চার্জার শুধু কালো বা সাদা রঙের হয়ে থাকে। অনেকে মনে করেন যে কোম্পানিগুলোর টাকা বাঁচানোর জন্য এটা করে থাকে, কিন্তু আসল কারণটা অন্য কিছু।

smartphone charger bdকয়েক বছর আগে পর্যন্ত স্মার্টফোনের চার্জারগুলো কেবল কালো রঙের ছিল। এর কারণ হলো কালো রঙ নিজের ভেতরের তাপ শোষণ করতে পারে এবং চার্জারকে ক্ষতির হাত থেকে রক্ষা করত।

এ কারণে চার্জারগুলো দীর্ঘদিন টিকসই হতো এবং এতে কোন ত্রুটি ছিল না। তবে এখন বাজারে যে সমস্ত স্মার্টফোন রয়েছে বা আসছে তাদের চার্জারের রঙ সাদা করা হয়েছে।

smartphoneসাদা রঙের পিছনের কারণ হলো সাদা রঙ যেমন তাপ কমাতে সহায়ক তেমনি অন্ধকারেও পাওয়া যায়। এছাড়াও সহজেই চোখে পড়ে। এসব কথা মাথা রেখেই স্মার্টফোন কোম্পানিগুলি চার্জার রঙিন করে না।

তথ্যসূত্র: অ্যামাজ২৪

এজেড