images

তথ্য-প্রযুক্তি

নকিয়া সি১২ প্লাস: ৮ হাজার টাকায় স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৪ এপ্রিল ২০২৩, ০৮:৫৪ এএম

কম দামে নতুন স্মার্টফোন আনল নকিয়া। মডেল নকিয়া সি১২ প্লাস। এই ফোনে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটি কিনতে খরচ হবে মাত্র ৮ হাজার টাকা। 

পারফরম্যান্সের নকিয়ার এই ফোনে রয়েছে ইউনিসক অক্টাকোর প্রসেসর। ব্যাকআপের জন্য ৪০০০ মিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। 

ফোনটিতে অ্যানড্রয়েড ১২ গো এডিশনে অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।

nokia
এবছর জানুয়ারিতে নকিয়া সি১২ মডেল এনেছিল। এখন এলো সি ১২ প্লাস।

এই ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। যার রেজুলেশন ৭২০X১৫২০ পিক্সেলস। পারফরম্যান্সের দিক থেকে ফোনে রয়েছে একটি অক্টাকোর ইউনিসক প্রসেসর, যার সর্বাধিক ফ্রিকোয়েন্সি ১.৬ গিগাহার্জ।

চমৎকার কিছু ক্যামেরা ফিচার্সও রয়েছে এই ফোনের। ফোনের পেছনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি ফিচার্সের দিক থেকে রয়েছে ওয়াইফাই ৮০২, ব্লুটুথ ৫.২, মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। 

এজেড