images

তথ্য-প্রযুক্তি

সূর্যের আসল রঙ কী?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০২ এপ্রিল ২০২৩, ০৮:৪৩ পিএম

সূর্য সকল শক্তির উৎস। এটির বয়স ৪.৬ বিলিয়ন বছরের বেশি। সূর্য প্রথমে ধূলিকণা ও গ্যাসের মেঘ ছিল, যা পরবর্তীকালে ভেঙ্গে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি হয়। সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা পাঁচ হাজার ৫৫০ ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড। কিন্তু এই সূর্যের রঙ কী? এমন প্রশ্ন আসাটা স্বাভাবিক। কারণ, তা কখনো লাল, কখনো কমলা বা হলুদ দেখায়। তাহলে সূর্যের প্রকৃত রঙ কী?

sun-colorসূর্যের আসল রঙ

বিজ্ঞানীরা জানিয়েছেন, লাল, কমলা বা হলুদ নয়। বরং সূর্যের রঙ হলো সাদা। মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী স্কট কেলি জানিয়েছেন, মহাকাশ থেকে সূর্যের যে রূপ দেখা যায় সেখানে কোন রঙ থাকে না।

sun-colorসূর্য কেন অন্য রঙে দেখা যায়?

এক্ষেত্রে প্রশ্ন জাগে, তাহলে কেন লাল, কমলা বা হলুদ দেখায়? সূর্যের রঙের এই ভিন্নতা হওয়ার মূল কারণ বায়ুমণ্ডল। সূর্য যেহেতু সাদা, তাই এর মধ্যে সাতটি রং রয়েছে। রঙ গুলো হলো— বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তবে এই রশ্মিগুলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য রঙ গুলো দেখে থাকি। আর হলুদ, লাল বা কমলা রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি। তাই সূর্যকে ভিন্ন ভিন্ন রঙে দেখা যায়।

এমএইচটি