images

তথ্য-প্রযুক্তি

ফেসবুকেই জানতে পারবেন ইন্টারনেটের গতি কেমন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৫ মার্চ ২০২৩, ০৮:৩৮ পিএম

মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। ফেসবুক ব্যবহারকারীদের একটি বড় অংশ নিউজফিডে স্ক্রল করে ও রিলস দেখে দীর্ঘ সময় কাটিয়ে দেন। এটি নিঃসন্দেহে ফোনে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপগুলোর একটি। আর এক্ষেত্রে ইন্টারনেট আবশ্যক। সেই ইন্টারনেটের গতি স্বাভাবিকভাবেই উঠা-নামা করে।

ইন্টারনেটের বিপর্যয় হলে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে গতি দেখার প্রয়োজন হয়। কিন্তু এখন থেকে গতি দেখতে অন্য কোথাও যেতে হবে না। ফেসবুক অ্যাপ করে দিচ্ছে সেই সুযোগ। প্রথমে মোবাইলে ফেসবুক অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইন্সটল করতে হবে। শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই ফিচারটি উপভোগ করতে পারবেন।

ফেসবুক থেকে যেভাবে ইন্টারনেটের গতি দেখবেন

১. ফেসবুকে লগ ইন করার পর উপরে ডান দিকে থ্রি লাইন ডটে (অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী ডিজাইন ভিন্ন হতে পারে) ক্লিক করুন। সেখানে মেনু অপশনে একাধিক অপশন আসবে।

২. স্ক্রল করে নিচে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

৩. এবার ‘ওয়াইফাই অ্যান্ড মোবাইল পারফরম্যান্স’ অপশনে ক্লিক করুন।

৪. ওই পেইজে ‘ইওর স্পিড’ অপশনে ক্লিক করুন। সেখানে দেখতে পাবেন বর্তমানে ইন্টারনেটের গতি কেমন।

৫. এই ইন্টারনেট গতিতে কী কী কাজ কেমন করতে পারবেন সেটি জানিয়ে দিবে। যেমন— বর্তমান গতি ছবি ডাউনলোড করার ক্ষেত্রে কেমন হবে, ভিডিও দেখার ক্ষেত্রে কেমন হবে ইত্যাদি।

এমএইচটি