images

তথ্য-প্রযুক্তি

কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপে করা যাবে গ্রুপ কল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৪ মার্চ ২০২৩, ০৭:৪৯ পিএম

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। এবার ডেস্কটপ সংস্করণ দ্রুত ব্যবহারের পাশাপাশি সর্বোচ্চ ৩২ জনের সঙ্গে অডিও কল এবং ৮ জনের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন ব্যবহারকারীরা। এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপ মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা এক ব্লগপোস্টে জানিয়েছে, ফোনের মতোই ডেস্কটপ সংস্করণ ব্যবহারকারীদের সব বার্তা ও অডিও-ভিডিও কলে ‘এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশন’ সুবিধা দেবে হোয়াটসঅ্যাপ। ফলে ব্যবহারকারীরা নিরাপদে বার্তা আদান–প্রদানের পাশাপাশি কথাও বলতে পারবেন।

হোয়াটসঅ্যাপ বেশ কয়েকদিন আগেই এই ফিচার আনার ঘোষণা দিয়েছিল। জনপ্রিয় গ্রুপ কলিং অ্যাপ যেমন— জুম, গুগল মিটকে টেক্কা দিতেই এই ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। সেইসাথে ব্যবহারকারীদের কলও শিডিউলের সুবিধাও যুক্ত করা হয়েছে।

এখন থেকে অফিশিয়াল মিটিং বা যেকোনো প্রয়োজনে কনফারেন্সিং কল করা যাবে হোয়াটসঅ্যাপেও।

এমএইচটি