images

তথ্য-প্রযুক্তি

টুইটারকে সংবাদ জানতে ই-মেইল করলে জবাবে মিলছে ‘বিষ্ঠা’র ইমোজি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২০ মার্চ ২০২৩, ০৮:৫৬ পিএম

সংবাদ জানতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকে ই-মেইল করলে জবাবে স্বয়ংক্রিয়ভাবেই বিষ্ঠা অর্থাৎ ‘পুপ’ নামের এক ইমোজি সংবাদকর্মীদের পাঠাবে টুইটার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক নিজেই এক টুইটে এই তথ্য জানিয়েছেন।

নতুন নীতিমালা সম্পর্কে টুইট করে তিনি জানান, ‘press@twitter.com নামের ঠিকানা এখন থেকে স্বয়ংক্রিয়ভাবেই বিষ্ঠার ইমোজি’র মাধ্যমে জবাব দেবে।’

গত রোববার ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্টের পাঠানো এক মেইল বার্তার জবাবে তাদেরকে ‘পুপ’ ইমোজি পাঠায় টুইটার।

ইলন মাস্ক গত অক্টোবরে চার হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা কেনার পর বিশাল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন। এরপর একসঙ্গে সাড়ে সাত হাজার কর্মী ছাঁটাই করা হয়।

মাস্কের স্যান ফ্রান্সিসকো ভিত্তিক এই কোম্পানির খরচ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এখন টুইটারের সামগ্রিক কর্মশক্তি দুই হাজারের আশপাশে।

এদিকে চলতি মাসের শুরুতে এক বিতর্কিত ঘটনার জন্ম দেন মাস্ক। টুইটারের এক বিশেষভাবে সক্ষম কর্মীকে নিয়ে বিদ্রূপ করেন তিনি। মাস্ক অভিযোগ করেন, ওই কর্মী কোনো কাজের না। তাকে ‘সবচেয়ে বাজে’ বলার পাশাপাশি আরও অনেক কিছুই বলেন তিনি। পরবর্তীতে ইলন মাস্ক বিশেষভাবে সক্ষম ওই কর্মীকে ভিডিও কল দিয়ে ক্ষমা চান।

এমএইচটি