images

তথ্য-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ছবি থেকে লেখা কপি করা যাবে আইফোনে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৯ মার্চ ২০২৩, ০৬:১৯ পিএম

হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেমের দিকেও এবার অনেক বেশি নজর দিয়েছে মেটার এই প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এসেছে আইফোন ব্যবহারকারীদের জন্য এসেছে ২৩.৫.৭৭ ভার্সন। নতুন এই আপডেটে বেশকিছু নতুন ফিচার রয়েছে, যার মধ্যে অন্যতম ছবি থেকে লেখা কপি করার প্রযুক্তি। তাই এবার হোয়াটসঅ্যাপেই ছবির মধ্যে থাকা কোনো লেখা শনাক্ত করে সহজেই কপি করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা।

whatsappসাধারণত কোনো ছবি থেকে টেক্সট কপি করতে হলে ছবিটিকে ডাউনলোড করে গুগল লেন্স ব্যবহার করতে হয়। আর এই বাড়তি ঝামেলা থেকে মুক্তি দিতে নতুন এই ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এতে ব্যবহার করা হয়েছে ওসিআর (অপটিকাল ক্যারেক্টার রিডিং) প্রযুক্তি।

অবশ্য এখন শুধুমাত্র বেটা চ্যানেলে এই আপডেটটি দেয়া হচ্ছে। স্ট্যাবল আপডেটের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

এদিকে আইফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস স্ট্যাটাসের সুবিধাও এনেছে প্রতিষ্ঠানটি। ফলে যেকোনো ধরনের ভয়েস বা অডিও স্ট্যাটাস হিসেবে দেওয়া যাবে।

এমএইচটি